Ajker Patrika

বাংলাদেশ সিরিজ নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের কিসের দুশ্চিন্তা 

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ১৬: ১২
বাংলাদেশ সিরিজ নিয়ে পাকিস্তানি ক্রিকেটারের কিসের দুশ্চিন্তা 

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ। সিরিজ শুরুর সময় যত ঘনিয়ে আসছে, চলছে নানা রকম কথাবার্তা। বাংলাদেশ সিরিজ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলির দুশ্চিন্তা বাড়ছে।

পাকিস্তান ক্রিকেট দল যে ‘আনপ্রেডিক্টেবল’ সেটা তো সবারই জানা। দলের মতো দেশের পরিস্থিতিও কোন দিকে মোড় নেয়, তা আগে থেকে বলা মুশকিল। বাসিত তাই চিন্তা করছেন দেশটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কারণ ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে হওয়ার কথা আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। তার আগে পাকিস্তানের মাঠে আন্তর্জাতিক সিরিজের প্রচুর চাপ রয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই অক্টোবরে পাকিস্তান ঘরের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে পাকিস্তান সফরে।

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় যেন ত্রুটি হয়, সেদিকে আলোকপাত করে বাসিত গতকাল নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফি যেহেতু পাকিস্তানে হবে এবং বাংলাদেশের পর ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেজন্য নিরাপত্তা নিয়ে ভাবা উচিত আমাদের। সৃষ্টিকর্তা মাফ করুক, এসব সফরে কিছু হয়ে গেলে চ্যাম্পিয়নস ট্রফি এখানে (পাকিস্তান) হবে না। বেলুচিস্তান ও পেশোয়ারে সৈন্যরা শহীদ হচ্ছেন। এটা কেন ঘটছে, তা শুধু সরকারই বলতে পারে। তবে এটা উচিত নয়।’

দেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী যে পর্যায়ের নিরাপত্তা পান, তেমন নিরাপত্তা পাকিস্তান দলকে দেওয়া উচিত বলে মনে করেন বাসিত। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বলেন, ‘নিরাপত্তায় সামান্যতম ত্রুটিও যেন না হয়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। বিদেশি দলগুলোর আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যেমন নিরাপত্তা পান, তেমন নিরাপত্তা দেওয়া উচিত বিদেশি দলগুলোকে। মহসিন নাকভি এ বিষয়টি জানেন বলে আমি নিশ্চিত থাকতে পারি।’

পাকিস্তানে সবশেষ ভারতীয় ক্রিকেট দল সফর করেছে ২০০৮ সালে। এমনকি ২০২৩ এশিয়া কাপ পুরোপুরি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত নিরাপত্তার অজুহাত দেখানোয় হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে ভারত যাবে কি না, সেটা নিয়ে এখনো রয়েছে যদি-কিন্তু। চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করা গেলে সেটি হবে ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপের পর পাকিস্তানের মাঠে প্রথম কোনো আইসিসি ইভেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত