মুজিব উর রহমান আউট হওয়ার পরও সুযোগ ছিল আফগানিস্তানের। সমীকরণ ছিল ধনঞ্জয়ার ডি সিলভার পরের তিন বলে ছয় রান লাগবে। তখন আফগানিস্তানের রান দাঁড়াত ২৯৫। সে ক্ষেত্রে নেট রান রেটে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে পারত আফগানরা।
কিন্তু অবাক করা ব্যাপার হলেও, মুখোমুখি প্রথম দুই বলেই ডিফেন্স করলেন ফজলহক ফারুকি। এর মধ্যে প্রথমটি ফুল টস। তৃতীয় বলে তো আউটই। এখানে জানিয়ে রাখা ভালো অপর প্রান্তে আগের ওভারে তিন চার মারা রশিদ খান। চাইলেই কি রশিদকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিতে পারতেন না ফারুকি? নাকি তাঁরা সমীকরণটাই জানতেন না? টিভি ধারাভাষ্যকাররা বারবার বলে যাচ্ছিলেন, আফগানিস্তান কি এই সমীকরণ জানে না?
যে যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস আর যেটাই হোক, অবিশ্বাস্য জমিয়ে তোলা ম্যাচটা হেরে সুপার ফোরে ওঠা হলো না আফগানদের। আফগানিস্তানের সামনে শ্রীলঙ্কা লক্ষ্য দিয়েছিল ২৯২ রান। এই রান ৩৭.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো আফগানিস্তানকে। কিন্তু ৩৭.১ ওভারে যখন মুজিব আউট হলেন তখন আফগানিস্তানের রান ২৮৯। সুযোগটা তৈরি হয় তখনই। পরের তিন বলে একটা ছক্কা হলেই শ্রীলঙ্কাকে রান রেটে ছাড়িয়ে যেতে পারত আফগানিস্তান।
এখন উল্টো ২ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার চাপের মুহূর্ত মূলত শুরু হয় আফগানিস্তানের চতুর্থ উইকেট জুটি থেকে। রহমত শাহ ও মোহাম্মদ নবি মিলে এই জুটি থেকে ৭১ রান যোগ করেন। রহমত ৪০ রানে আউট হন। শ্রীলঙ্কাকে ভয় ধরিয়ে দেওয়া ইনিংসটা খেলেন মূলত নবি। টি-টোয়েন্টি স্টাইলে ৩২ বলে ৬৫ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার।
নবির আউটের পরও রানের গতি সচল রাখেন হাশমতউল্লাহ শহীদি ও করিম জানাত। হাশমতউল্লাহ ৫৯ ও জানাত ২২ রানে আউট হন। এরপর নাজিবউল্লাহ জাদরান ও রশিদ খানের জুটিতে জয়ের খুব কাছে চলে যায় আফগানিস্তান। কিন্তু অতিরিক্ত হিসেবে ফিল্ডিং করতে নামা দুশান হেমান্থার দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ২৩ রানে আউট হন নাজিবউল্লাহ। এরপরও ম্যাচে প্রাণ জিইয়ে রাখার জন্য রশিদ বড় কৃতিত্ব পাবেন। ৩৬তম ওভারে তিন চারে দলীয় স্কোর ২৮৯ রানে নিয়ে যান তিনি। কিন্তু ৩৭তম ওভারে দুই উইকেট পড়ে ম্যাচটা হেরে যাওয়ার দৃশ্য কি না রশিদ দেখলেন নন স্ট্রাইক প্রান্ত থেকে।
মুজিব উর রহমান আউট হওয়ার পরও সুযোগ ছিল আফগানিস্তানের। সমীকরণ ছিল ধনঞ্জয়ার ডি সিলভার পরের তিন বলে ছয় রান লাগবে। তখন আফগানিস্তানের রান দাঁড়াত ২৯৫। সে ক্ষেত্রে নেট রান রেটে শ্রীলঙ্কাকে ছাড়িয়ে সুপার ফোরে বাংলাদেশের সঙ্গী হতে পারত আফগানরা।
কিন্তু অবাক করা ব্যাপার হলেও, মুখোমুখি প্রথম দুই বলেই ডিফেন্স করলেন ফজলহক ফারুকি। এর মধ্যে প্রথমটি ফুল টস। তৃতীয় বলে তো আউটই। এখানে জানিয়ে রাখা ভালো অপর প্রান্তে আগের ওভারে তিন চার মারা রশিদ খান। চাইলেই কি রশিদকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিতে পারতেন না ফারুকি? নাকি তাঁরা সমীকরণটাই জানতেন না? টিভি ধারাভাষ্যকাররা বারবার বলে যাচ্ছিলেন, আফগানিস্তান কি এই সমীকরণ জানে না?
যে যাই হোক, ভাগ্যের নির্মম পরিহাস আর যেটাই হোক, অবিশ্বাস্য জমিয়ে তোলা ম্যাচটা হেরে সুপার ফোরে ওঠা হলো না আফগানদের। আফগানিস্তানের সামনে শ্রীলঙ্কা লক্ষ্য দিয়েছিল ২৯২ রান। এই রান ৩৭.১ ওভারের মধ্যে তাড়া করতে হতো আফগানিস্তানকে। কিন্তু ৩৭.১ ওভারে যখন মুজিব আউট হলেন তখন আফগানিস্তানের রান ২৮৯। সুযোগটা তৈরি হয় তখনই। পরের তিন বলে একটা ছক্কা হলেই শ্রীলঙ্কাকে রান রেটে ছাড়িয়ে যেতে পারত আফগানিস্তান।
এখন উল্টো ২ রানের জয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার চাপের মুহূর্ত মূলত শুরু হয় আফগানিস্তানের চতুর্থ উইকেট জুটি থেকে। রহমত শাহ ও মোহাম্মদ নবি মিলে এই জুটি থেকে ৭১ রান যোগ করেন। রহমত ৪০ রানে আউট হন। শ্রীলঙ্কাকে ভয় ধরিয়ে দেওয়া ইনিংসটা খেলেন মূলত নবি। টি-টোয়েন্টি স্টাইলে ৩২ বলে ৬৫ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ৬ চার ও ৫ ছক্কার মার।
নবির আউটের পরও রানের গতি সচল রাখেন হাশমতউল্লাহ শহীদি ও করিম জানাত। হাশমতউল্লাহ ৫৯ ও জানাত ২২ রানে আউট হন। এরপর নাজিবউল্লাহ জাদরান ও রশিদ খানের জুটিতে জয়ের খুব কাছে চলে যায় আফগানিস্তান। কিন্তু অতিরিক্ত হিসেবে ফিল্ডিং করতে নামা দুশান হেমান্থার দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে ২৩ রানে আউট হন নাজিবউল্লাহ। এরপরও ম্যাচে প্রাণ জিইয়ে রাখার জন্য রশিদ বড় কৃতিত্ব পাবেন। ৩৬তম ওভারে তিন চারে দলীয় স্কোর ২৮৯ রানে নিয়ে যান তিনি। কিন্তু ৩৭তম ওভারে দুই উইকেট পড়ে ম্যাচটা হেরে যাওয়ার দৃশ্য কি না রশিদ দেখলেন নন স্ট্রাইক প্রান্ত থেকে।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১১ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
১১ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
১৩ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
১৪ ঘণ্টা আগে