Ajker Patrika

সাংবাদিকেরা চুপ থাকলেই কোহলি রানে ফিরবে—বললেন রোহিত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৪৩
সাংবাদিকেরা চুপ থাকলেই কোহলি রানে ফিরবে—বললেন রোহিত

এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না বিরাট কোহলির। সঙ্গে সংবাদমাধ্যমও যেন পিছু ছাড়ছে না সাবেক ভারতীয় অধিনায়কের। কোনো ম্যাচে রান না করলেই তারা কোহলিকে মনে করিয়ে দিতে ভুলছে না সেটি। কোহলির প্রতি সংবাদমাধ্যমের এমন আচরণে চটেছেন রোহিত শর্মা। তাঁর মতে, সাংবাদিকেরা চুপ করলেই কোহলি রানে ফিরবেন। 

দুই বছর ধরে সেঞ্চুরি খরার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ়েও রান পাননি কোহলি। এই মুহূর্তে কোহলিকে নিয়ে কতটা চিন্তিত দল—এমন প্রশ্নের জবাবে ক্ষোভ ঝেড়েছেন রোহিত। ভারতীয় অধিনায়ক বলেন, ‘সব কথা শুরু হয় মিডিয়ার দিক দিয়েই। সংবাদমাধ্যমে যদি বিরাট কোহলিকে নিয়ে কথা বলা বন্ধ হয়, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনাদের দিক দিয়ে কথা বলা বন্ধ করুন, দেখবেন, সব আগের মতো হয়ে যাবে।’ 

রানের মধ্যে না থাকলেও কোহলি চাপে নেই, তা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন রোহিত। ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ় শুরুর আগের দিন কোহলিকে নিয়ে প্রশ্নের জবাবে রোহিতের উত্তর, ‘ও মানসিকভাবে খুব ভালো জায়গায় আছে। এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে। ও ভালোই জানে কীভাবে চাপ সামলাতে হয়।’ এরপর মিডিয়ার ওপর ক্ষোভ ঝেড়ে রোহিত বলেন, ‘আমার মনে হয়, সবকিছু আপনাদের দিক থেকেই শুরু হয়। তাই আপনারা চুপ থাকলে সবকিছু ঠিক থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত