Ajker Patrika

চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশের

আপডেট : ৩০ জুন ২০২১, ১৬: ৫৫
চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশের

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের মতো দ্বিতীয়টিতেও সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম চক্রে বাংলাদেশের পাঁচটি টেস্ট করোনার পেটে যাওয়ায় বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিল মোট সাতটি টেস্ট। করোনাবাধা না থাকলে এবার অবশ্য বাংলাদেশের ১২টি টেস্ট খেলারই সুযোগ থাকছে। চক্রে বাংলাদেশই একমাত্র দল, যাদের ছয়টিই দুই ম্যাচের সিরিজ।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো এমনটিই জানিয়েছে। আইসিসি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো দ্বিতীয় চক্রের সূচি ঘোষণা করেনি। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। বাকি তিনটি অ্যাওয়ে সিরিজ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে মুমিনুল হকের দল। আগামী ৪ আগস্ট ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজ দিয়ে শুরু হচ্ছে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর ডিসেম্বরে মাঠে গড়াবে অ্যাশেজ। ২০২১ থেকে ২০২৩ জুন পর্যন্ত চলা এই চক্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ ম্যাচের সিরিজ এই দুটিই।

এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি ২১টি টেস্ট খেলবে ইংল্যান্ড। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ টেস্ট খেলবে ভারত। অস্ট্রেলিয়া ১৮ টি,  দক্ষিণ আফ্রিকা ১৫টি,  পাকিস্তান ১৪ এবং বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ১৩টি করে টেস্ট খেলবে।

এখনো ফাইনালের তারিখ ও ভেন্যু জানা যায়নি। তবে আইসিসি ক্রিকইনফোকে জানিয়েছে, দ্বিতীয় সংস্করণে প্রতিটি দল খেলবে ছয়টি করে সিরিজ। তিনটি সিরিজ খেলবে নিজেদের মাঠে আর তিনটি দেশের বাইরে। দ্বিতীয় সংস্করণের নয়টা দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নেবে।  

এবারের চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আনছে আইসিসি। সব সিরিজের সমান পয়েন্ট নয়। এবার সব ম্যাচের জন্য থাকছে সমান পয়েন্ট। ম্যাচ জিতলে জয়ী দল পাবে ১২ পয়েন্ট। ড্র হলে পাবে ৪ পয়েন্ট করে আর টাই হলে ৬ পয়েন্ট। আর স্লো ওভার রেটে কাটা হবে ১ পয়েন্ট। এবারও পয়েন্ট টেবিলের স্থান নির্ধারণ হবে পয়েন্টের শতাংশ হিসেবে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত