Ajker Patrika

পাকিস্তানের রেকর্ড গড়া জয়ের পরও আকমলের খোঁচা

আপডেট : ০১ মে ২০২৩, ২১: ৪৮
পাকিস্তানের রেকর্ড গড়া জয়ের পরও আকমলের খোঁচা

গত পরশু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একগাদা রেকর্ড করেছে পাকিস্তান। তবু এই ম্যাচ নিয়ে অসন্তুষ্ট কামরান আকমল। এমন রেকর্ডের ম্যাচের পরও পাকিস্তানকে খোচা দিয়েছেন দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। 
 
দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫ উইকেটে করেছিল ৩৩৬ রান। ৩৩৭ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয পাকিস্তান। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। তবে এই ম্যাচে পাকিস্তানের একাদশে শাহিন শাহ আফ্রিদি না থাকা কৌশলগত ভুল ছিল বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান বিশ্রাম দিয়েছে, যা ছিল কৌশলগত ভুল। সামনে আমাদের বিশ্বকাপ। এই সময় তার ৫০ ওভারের সংস্করণ অবশ্যই খেলা উচিত। তাহলে সে তার ছন্দ ফিরে পাবে এবং গতিও বাড়বে। পাকিস্তান দলের এটাই এখন দরকার।’ 

ওয়ানডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে শাহিন পাঁচ ম্যাচ খেললেও নাসিম খেলেছেন এক ম্যাচ। এরপর নাসিম দুটো ওয়ানডেতেই ভালো বোলিং করেছেন। নাসিমের মতো শাহিনকেও টি-টোয়েন্টি সিরিজে খেলানো যেত বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্য, ‘তার ওয়ার্কলোড আরও ভালোভাবে ব্যবস্থা করা যেত। শাহিনকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু তারা পাঁচ ম্যাচের সব কটিতেই খেলিয়েছে। বিপরীতে তারা নাসিম শাহকে বিশ্রাম দিয়ে খেলিয়েছিল। তার ফল এখন সে (নাসিম) পাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত