Ajker Patrika

অন্য রকম সেঞ্চুরির দিনে অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২২: ৩৫
অন্য রকম সেঞ্চুরির দিনে অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেলকি

বয়স যে নিছক একটা সংখ্যা, জিমি অ্যান্ডারসনকে দেখলেই বোঝা যায়। ৪০ পেরিয়েও তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন ইংলিশ পেসার। তাতে আরেকটি রেকর্ড গড়ে ফেললেন তিনি। 

প্রথম ক্রিকেটার হিসেবে নিজ দেশে ১০০টি টেস্ট খেলার অনন্য কীর্তি গড়েছেন অ্যান্ডারসন। সেটাও ঘরের মাঠ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে ৭২ জন খেলোয়াড় ১০০ টেস্ট খেলার কীর্তি গড়লেও নিজ দেশেই এতগুলো ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি কারও। 

 নিজের নামে নামকরণ করা প্রান্ত থেকেই বোলিং করেছেন অ্যান্ডারসন। মাইলফলকের দিনে দেখিয়েছেন বুড়ো হাড়ের ভেলকি। নিয়েছেন ৩ উইকেট। তাঁর সঙ্গে সতীর্থদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৫১ রানে অলআউট করেছে ইংল্যান্ড। 

তবে সব মিলিয়ে এখনো শচীন টেন্ডুলকারের চেয়ে পেছনেই আছেন অ্যান্ডারসন। ২০০৩ সালে অভিষেক হওয়ার পর ইংলিশ পেসার এখন পর্যন্ত খেলেছেন ১৭৪ টেস্ট। টেন্ডুলকার একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন ২০০ টেস্ট। তবে ভারতের মাটিতে ৯৪ ম্যাচ খেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত