নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথম দুই ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচটি ধবলধোলাই এড়ানোর। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্ব রয়েছে সিরিজের প্রত্যেক ম্যাচেরই।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ আবারও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ওয়ানডে ম্যাচে ৮৯ রানেই অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ ১০০ রান করতে পারেনি। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ৯৫ আর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯৭ রানে অলআউট হন জ্যোতিরা। আজ করতে পারেননি ৯০ রানও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। উইকেটের পতন শুরু হয় দ্বিতীয় ওভার থেকেই। এলিস পেরির বলে ডাক মেরেছেন বাংলাদেশের ওপেনার সুমাইয়া আকতার। পরের ওভারের শেষ বলে স্বাগতিকদের আরেক ওপেনার ফারজানা হককে (৫) ফেরান কিম গার্থ।
অষ্টম ওভারে মুর্শিদা খাতুনকে ৮ রানে ফিরিয়ে দলীয় ২৪ রানে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। বাকি ব্যাটাররাও যেন আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। কোনো ব্যাটারই থিতু হতে পারছিলেন না।
অধিনায়ক জ্যোতি একটু হাল ধরার চেষ্টা করলেও সেটিও ব্যর্থ হয়। দলীয় ৫৩ রানে সোফি মলিনার বলে আউট হন বাংলাদেশের অধিনায়ক। ৬৩ রানে ৯ উইকেটের পতনের পর ধারণা করা হচ্ছিল, এই ম্যাচেই হয়তো সবচেয়ে কম রানে অল-আউট হবে।
দশম উইকেটে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের ২৬ রানের জুটিতে শেষ পর্যন্ত স্কোর ৮৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ। ২৬.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকেরা। অজিদের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন গার্থ ও অ্যাশলে গার্ডনার।
প্রথম দুই ওয়ানডেতে অসহায় আত্মসমর্পণ করে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচটি ধবলধোলাই এড়ানোর। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় বেশ গুরুত্ব রয়েছে সিরিজের প্রত্যেক ম্যাচেরই।
ধবলধোলাই এড়ানোর ম্যাচে আজ আবারও মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। শেষ ওয়ানডে ম্যাচে ৮৯ রানেই অলআউট হয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথম দুই ম্যাচেও বাংলাদেশ ১০০ রান করতে পারেনি। প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ৯৫ আর দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে ৯৭ রানে অলআউট হন জ্যোতিরা। আজ করতে পারেননি ৯০ রানও।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। উইকেটের পতন শুরু হয় দ্বিতীয় ওভার থেকেই। এলিস পেরির বলে ডাক মেরেছেন বাংলাদেশের ওপেনার সুমাইয়া আকতার। পরের ওভারের শেষ বলে স্বাগতিকদের আরেক ওপেনার ফারজানা হককে (৫) ফেরান কিম গার্থ।
অষ্টম ওভারে মুর্শিদা খাতুনকে ৮ রানে ফিরিয়ে দলীয় ২৪ রানে বাংলাদেশের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় অস্ট্রেলিয়া। বাকি ব্যাটাররাও যেন আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। কোনো ব্যাটারই থিতু হতে পারছিলেন না।
অধিনায়ক জ্যোতি একটু হাল ধরার চেষ্টা করলেও সেটিও ব্যর্থ হয়। দলীয় ৫৩ রানে সোফি মলিনার বলে আউট হন বাংলাদেশের অধিনায়ক। ৬৩ রানে ৯ উইকেটের পতনের পর ধারণা করা হচ্ছিল, এই ম্যাচেই হয়তো সবচেয়ে কম রানে অল-আউট হবে।
দশম উইকেটে সুলতানা খাতুন ও মারুফা আক্তারের ২৬ রানের জুটিতে শেষ পর্যন্ত স্কোর ৮৯ রান পর্যন্ত যায় বাংলাদেশ। ২৬.২ ওভারে গুটিয়ে যায় স্বাগতিকেরা। অজিদের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন গার্থ ও অ্যাশলে গার্ডনার।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে