নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাঁটুর সমস্যায় গত মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সময় মতো শুরু করতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। হাঁটুর চোট নিয়ে নির্বাচনী ব্যস্ততা শেষেই নেমে পড়তে হয়েছে বিপিএল খেলতে। মাশরাফির ফিটনেস নিয়ে যে প্রশ্ন আছে, সেটি তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছে। আজ বিপিএলের ম্যাচে আলোচনায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের ফিটনেস ইস্যু।
আজ দুপুরে রংপুর-সিলেট ম্যাচের আগে বিপিএল সম্প্রচারকারী টেলিভিশনের বিশ্লেষণী অনুষ্ঠানে সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল সরাসরি মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘এই টুর্নামেন্টে আসলে...সে (মাশরাফি) খেলতে চাচ্ছিল না, মালিকেরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। আমার মনে হয় (এভাবে খেলে) এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখান থেকে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের (সিলেট) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। সেও খেলতে চাচ্ছে না, রেস্ট নিতে চাইছে। কিন্তু মালিকের চাপে এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
মাশরাফি যে বিপিএলের মাঝে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন হাঁটুর, সেটি কদিন আগে তাঁর ভাই মোরসালিন মুর্তজার ফেসবুক পোস্টেই পরিষ্কার। বিপিএলের সব ম্যাচ খেলার ইচ্ছেও ছিল না মাশরাফির। আজ বিকেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশরাফুলের কথার ব্যাখ্যাও দিয়েছেন মাশরাফি, ‘সবকিছু সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে আমি যেটা মনে করেছি, (চোট নিয়ে খেলা) এটা সঠিক পরিস্থিতি না।’ দলের স্বত্বাধিকারীদের অনুরোধেই যে চোট নিয়ে মাশরাফিকে খেলতে হচ্ছে সেটি তাঁর কথাতেও ইঙ্গিত রইল, ‘সত্যি বলতে, আইডিয়াল সিচুয়েশনে না হলে (না খেললে) ভালো হয়। কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। হাঁটুর সমস্যা (আমাকে) বেশ ভোগাচ্ছে।’
আর ম্যাচ শেষে সিলেটের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ শুভ্র সাংবাদিকদের বলেছেন, ‘আশরাফুল কী মন্তব্য করেছে, সেটা আমাদের কাছে কিছু ম্যাটার করে না।’
হাঁটুর সমস্যায় গত মাসে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা সময় মতো শুরু করতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। হাঁটুর চোট নিয়ে নির্বাচনী ব্যস্ততা শেষেই নেমে পড়তে হয়েছে বিপিএল খেলতে। মাশরাফির ফিটনেস নিয়ে যে প্রশ্ন আছে, সেটি তাঁর খেলা দেখেই বোঝা যাচ্ছে। আজ বিপিএলের ম্যাচে আলোচনায় সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের ফিটনেস ইস্যু।
আজ দুপুরে রংপুর-সিলেট ম্যাচের আগে বিপিএল সম্প্রচারকারী টেলিভিশনের বিশ্লেষণী অনুষ্ঠানে সাবেক সতীর্থ মোহাম্মদ আশরাফুল সরাসরি মাশরাফির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘এই টুর্নামেন্টে আসলে...সে (মাশরাফি) খেলতে চাচ্ছিল না, মালিকেরা চাচ্ছে সে মাঠে দাঁড়িয়ে থাকুক। আমার মনে হয় (এভাবে খেলে) এই টুর্নামেন্টকে ছোট করা হচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট পুরো বিশ্বজুড়ে দেখছে। এখান থেকে আমাদের আগামীর খেলোয়াড় আসবে। এই যে ছয় মাস পর আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাদের (সিলেট) দলে কিন্তু রেজাউর রহমান রাজা বসে আছে। যার একটা সুযোগ ছিল, এই টুর্নামেন্টে ভালো করলে বিশ্বকাপে সম্ভাবনা থাকত। সেও খেলতে চাচ্ছে না, রেস্ট নিতে চাইছে। কিন্তু মালিকের চাপে এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
মাশরাফি যে বিপিএলের মাঝে অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন হাঁটুর, সেটি কদিন আগে তাঁর ভাই মোরসালিন মুর্তজার ফেসবুক পোস্টেই পরিষ্কার। বিপিএলের সব ম্যাচ খেলার ইচ্ছেও ছিল না মাশরাফির। আজ বিকেলে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আশরাফুলের কথার ব্যাখ্যাও দিয়েছেন মাশরাফি, ‘সবকিছু সব জায়গায় ব্যাখ্যা করা যায় না। তবে আমি যেটা মনে করেছি, (চোট নিয়ে খেলা) এটা সঠিক পরিস্থিতি না।’ দলের স্বত্বাধিকারীদের অনুরোধেই যে চোট নিয়ে মাশরাফিকে খেলতে হচ্ছে সেটি তাঁর কথাতেও ইঙ্গিত রইল, ‘সত্যি বলতে, আইডিয়াল সিচুয়েশনে না হলে (না খেললে) ভালো হয়। কিন্তু অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। হাঁটুর সমস্যা (আমাকে) বেশ ভোগাচ্ছে।’
আর ম্যাচ শেষে সিলেটের ব্যবস্থাপনা পরিচালক হেলাল বিন ইউসুফ শুভ্র সাংবাদিকদের বলেছেন, ‘আশরাফুল কী মন্তব্য করেছে, সেটা আমাদের কাছে কিছু ম্যাটার করে না।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে