Ajker Patrika

বাংলাদেশের সুসংবাদ, খেলতে হচ্ছে না পরের বিশ্বকাপের বাছাই

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ২০: ৩৫
বাংলাদেশের সুসংবাদ, খেলতে হচ্ছে না পরের বিশ্বকাপের বাছাই

সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার এই জয়ে বড় উপকারই হলো বাংলাদেশের। আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না সাকিব-মাহমুদউল্লাহদের। র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকার সুবাদে সরাসরি সুপার টুয়েলভে খেলতে পারবে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভ থেকে শূন্য হাতে ফিরেছে বাংলাদেশ। নিজেরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে না পারলেও ঠিকই সেটা করে দিয়েছে অস্ট্রেলিয়া! অস্ট্রেলিয়ার কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এখন ২৩৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে ক্যারিবিয়ানরা। র‍্যাঙ্কিংয়ের এই হালনাগাদ হবে আগামী ১৫ নভেম্বর। 

অবশ্য আজ অস্ট্রেলিয়া না পারলেও র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকার আরেকটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কাল রোববার আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড জিতলেও আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেত বাংলাদেশ। এক বছরের ব্যবধানে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। কদিন আগে ২০২২ বিশ্বকাপের দল বাছাইয়ের নতুন নিয়মের কথা জানায় আইসিসি। 

নতুন নিয়ম অনুযায়ী, চলতি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ও ১৫ নভেম্বর পর্যন্ত শীর্ষে থাকা ছয় দলকে নিয়ে হবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ। সহজ কথায়, র‍্যাঙ্কিংয়ের সেরা আট দল সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

হিজাব পরতে বাধার অভিযোগ সত্য নয়, দাবি বরখাস্ত ভিকারুননিসার শিক্ষিকার

শুল্ক বিরোধের মধ্যেও বিলিয়ন ডলারের চুক্তির পথে ভারত ও যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত