Ajker Patrika

মেট্রোরেল নিয়ে উচ্ছ্বসিত তামিমরাও 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেল নিয়ে উচ্ছ্বসিত তামিমরাও 

মেট্রোরেল পুরোদমে যাত্রী নিয়ে উড়াল দেওয়ার আগে শুরু হয়েছে উড়ালপথের ওপর রেললাইনের বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে কাজ করছে কিনা সেই পরীক্ষা। গতকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষা–নিরীক্ষা শেষে আগামী বছরের ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ অংশজুড়ে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলার শুরুর দিনে উচ্ছ্বাসিত ছিলেন দেশবাসী। সেই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন তারকা ক্রিকেটাররাও। ফেসবুকে এ নিয়ে তাঁরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। 

আঁকাবাঁকা পথ ধরে মেট্রোরেল ছুটছে–এমন একটি ছবি ফেসবুকে দিয়েছেন তামিম ইকবাল। ছবির ওপরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিখেছেন, ‘দেশের এমন অগ্রগতি দেখলে সব সময়ই বিস্মিত হই। অভিনন্দন ঢাকা, অভিনন্দন বাংলাদেশ।’ মেট্রোরেলের ছবি ফেসবুকে শেয়ার করেছেন সৌম্য সরকারও। সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন এই দুটি লাইন, ‘দেশের জন্য গর্বিত মুহূর্ত। জাতির স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে যারা কাজ করছে তাঁদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।’ 

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটাররা শুধু নন, মেট্রোরেল নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে সাবেক ক্রিকেটারদের মধ্যেও। জাতীয় দলের অনেকটা দূরে থাকা জুনায়েদ সিদ্দিকিও লুকাননি উচ্ছ্বাস। মেট্রোরেলের একটি ছবি দিয়ে বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘অভিনন্দন ঢাকা এবং বাংলাদেশ।’ 

সাম্প্রতিককালে ফেসবুকে বেশ সক্রিয় হয়েছেন শাহরিয়ার নাফিস। ক্রিকেট–ফুটবলের পাশাপাশি নানা বিষয় নিয়ে ভক্তদের সামনে হাজির হন বাংলাদেশ দলের এই সাবেক বাঁহাতি ওপেনার। বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করা নাফীস ছবি নয়, মেট্রোরেল ছুটে চলছে এমন একটি ভিডিওই দিয়েছেন ফেসবুকে। মেট্রোরেলের উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই গত শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছিল মেট্রোরেলে কর্তৃপক্ষ। মহড়া চলাকালীন করা মেট্রোরেলের একটি ভিডিও ফেসবুকে দিয়ে নাফীস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো দিয়াবাড়ী থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।’

মেট্রোরেল নিয়ে ক্রিকেটারদের এসব ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভক্তরাও পোস্টের নিচে মন্তব্য করে জানিয়েছেন ক্রিকেটারদের মতো মেট্রোরেল নিয়ে তাঁরাও কতটা গর্বিত–উচ্ছ্বাসিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্য কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত