নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেল পুরোদমে যাত্রী নিয়ে উড়াল দেওয়ার আগে শুরু হয়েছে উড়ালপথের ওপর রেললাইনের বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে কাজ করছে কিনা সেই পরীক্ষা। গতকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষা–নিরীক্ষা শেষে আগামী বছরের ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ অংশজুড়ে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলার শুরুর দিনে উচ্ছ্বাসিত ছিলেন দেশবাসী। সেই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন তারকা ক্রিকেটাররাও। ফেসবুকে এ নিয়ে তাঁরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।
আঁকাবাঁকা পথ ধরে মেট্রোরেল ছুটছে–এমন একটি ছবি ফেসবুকে দিয়েছেন তামিম ইকবাল। ছবির ওপরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিখেছেন, ‘দেশের এমন অগ্রগতি দেখলে সব সময়ই বিস্মিত হই। অভিনন্দন ঢাকা, অভিনন্দন বাংলাদেশ।’ মেট্রোরেলের ছবি ফেসবুকে শেয়ার করেছেন সৌম্য সরকারও। সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন এই দুটি লাইন, ‘দেশের জন্য গর্বিত মুহূর্ত। জাতির স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে যারা কাজ করছে তাঁদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।’
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটাররা শুধু নন, মেট্রোরেল নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে সাবেক ক্রিকেটারদের মধ্যেও। জাতীয় দলের অনেকটা দূরে থাকা জুনায়েদ সিদ্দিকিও লুকাননি উচ্ছ্বাস। মেট্রোরেলের একটি ছবি দিয়ে বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘অভিনন্দন ঢাকা এবং বাংলাদেশ।’
সাম্প্রতিককালে ফেসবুকে বেশ সক্রিয় হয়েছেন শাহরিয়ার নাফিস। ক্রিকেট–ফুটবলের পাশাপাশি নানা বিষয় নিয়ে ভক্তদের সামনে হাজির হন বাংলাদেশ দলের এই সাবেক বাঁহাতি ওপেনার। বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করা নাফীস ছবি নয়, মেট্রোরেল ছুটে চলছে এমন একটি ভিডিওই দিয়েছেন ফেসবুকে। মেট্রোরেলের উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই গত শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছিল মেট্রোরেলে কর্তৃপক্ষ। মহড়া চলাকালীন করা মেট্রোরেলের একটি ভিডিও ফেসবুকে দিয়ে নাফীস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো দিয়াবাড়ী থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।’
মেট্রোরেল নিয়ে ক্রিকেটারদের এসব ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভক্তরাও পোস্টের নিচে মন্তব্য করে জানিয়েছেন ক্রিকেটারদের মতো মেট্রোরেল নিয়ে তাঁরাও কতটা গর্বিত–উচ্ছ্বাসিত।
মেট্রোরেল পুরোদমে যাত্রী নিয়ে উড়াল দেওয়ার আগে শুরু হয়েছে উড়ালপথের ওপর রেললাইনের বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে কাজ করছে কিনা সেই পরীক্ষা। গতকাল থেকে শুরু হওয়া এ পরীক্ষা–নিরীক্ষা শেষে আগামী বছরের ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ অংশজুড়ে পুরোদমে যাত্রী নিয়ে চলাচল করবে মেট্রোরেল। প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলার শুরুর দিনে উচ্ছ্বাসিত ছিলেন দেশবাসী। সেই উচ্ছ্বাসে যোগ দিয়েছেন তারকা ক্রিকেটাররাও। ফেসবুকে এ নিয়ে তাঁরা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া।
আঁকাবাঁকা পথ ধরে মেট্রোরেল ছুটছে–এমন একটি ছবি ফেসবুকে দিয়েছেন তামিম ইকবাল। ছবির ওপরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক লিখেছেন, ‘দেশের এমন অগ্রগতি দেখলে সব সময়ই বিস্মিত হই। অভিনন্দন ঢাকা, অভিনন্দন বাংলাদেশ।’ মেট্রোরেলের ছবি ফেসবুকে শেয়ার করেছেন সৌম্য সরকারও। সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন এই দুটি লাইন, ‘দেশের জন্য গর্বিত মুহূর্ত। জাতির স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে যারা কাজ করছে তাঁদের জানাই সংগ্রামী শুভেচ্ছা।’
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটাররা শুধু নন, মেট্রোরেল নিয়ে উচ্ছ্বাস দেখা গেছে সাবেক ক্রিকেটারদের মধ্যেও। জাতীয় দলের অনেকটা দূরে থাকা জুনায়েদ সিদ্দিকিও লুকাননি উচ্ছ্বাস। মেট্রোরেলের একটি ছবি দিয়ে বাঁহাতি ব্যাটসম্যান লিখেছেন, ‘অভিনন্দন ঢাকা এবং বাংলাদেশ।’
সাম্প্রতিককালে ফেসবুকে বেশ সক্রিয় হয়েছেন শাহরিয়ার নাফিস। ক্রিকেট–ফুটবলের পাশাপাশি নানা বিষয় নিয়ে ভক্তদের সামনে হাজির হন বাংলাদেশ দলের এই সাবেক বাঁহাতি ওপেনার। বর্তমানে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক হিসেবে কাজ করা নাফীস ছবি নয়, মেট্রোরেল ছুটে চলছে এমন একটি ভিডিওই দিয়েছেন ফেসবুকে। মেট্রোরেলের উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই গত শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছিল মেট্রোরেলে কর্তৃপক্ষ। মহড়া চলাকালীন করা মেট্রোরেলের একটি ভিডিও ফেসবুকে দিয়ে নাফীস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবারের মতো দিয়াবাড়ী থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে।’
মেট্রোরেল নিয়ে ক্রিকেটারদের এসব ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। ভক্তরাও পোস্টের নিচে মন্তব্য করে জানিয়েছেন ক্রিকেটারদের মতো মেট্রোরেল নিয়ে তাঁরাও কতটা গর্বিত–উচ্ছ্বাসিত।
২০২৫ আইপিএল শেষ ভাগে চলে এসেছে। টুর্নামেন্টের ফাইনাল হতে আর ২০ দিনও বাকি নেই। এমন সময়ে মোহাম্মদ শামিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এমনকি ১ কোটি রুপিও দাবি করা হয়েছে।
৪১ মিনিট আগে২০২৪-এর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে কাঁপিয়ে দিয়েছিলেন আমির জাঙ্গু। ওয়ানডে অভিষেকেই করেছিলেন সেঞ্চুরি। অভিষেকে দুর্দান্ত খেলা এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ খেলতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।
১ ঘণ্টা আগেফুটবল নিয়ে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে। আর বাংলাদেশ ফুটবল দলের পরবর্তী ম্যাচ হতে এখনো ৩৫ দিন বাকি। সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে টিকিটের দাম কেমন হতে পারে, সে ব্যাপারে ধারণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।
২ ঘণ্টা আগেঘরের মাঠে গত সপ্তাহে বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ৩-৩ গোলে ড্র করেছে ইন্টার মিলানের বিপক্ষে। আজ রাতে দ্বিতীয় লেগে যে জিতবে, সেই কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ইন্টার-বার্সা ম্যাচ। আইপিএলের ম্যাচও রয়েছে আজ রাতে। এক নজরে দেখে নিন টিভিতে আজ কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে