Ajker Patrika

সাকিব ক্যাচ মিস করলেও ভুল করেননি শান্ত 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৫৮
সাকিব ক্যাচ মিস করলেও ভুল করেননি শান্ত 

হোক না আকাশ দীপের মতো পেসার। এই মুহূর্তে ভারত যেভাবে রান তুলছে, সেখানে স্পিডব্রেকার হিসেবে কাজ করতে পারেন বাংলাদেশের বোলাররাই। তাসকিন আহমেদ সেই সুযোগটা প্রায় পেয়েই যান। তবে সাকিব আল হাসানের ভুলে সেটা সম্ভব হয়নি। তিনি যে ভুলটা করেছেন, সেটা আর পরে করেননি নাজমুল হোসেন শান্ত। 

চেন্নাইয়ে আজ বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই ঘটে সাকিবের ক্যাচ মিসের ঘটনা। ভারতের প্রথম ইনিংসের ৮৫তম ওভারের পঞ্চম বলে তাসকিনকে পুল করতে যান আকাশ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল ধরতে স্কয়ার লেগ থেকে মিড উইকেটের দিকে দৌড়াতে থাকেন সাকিব। তবে বলের নাগাল পেলেও বলটা তালুবন্দী করতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। তাসকিনের বলে ক্যাচ মিস গত কয়েক বছরের পরিচিত দৃশ্য। জীবন পেলেও আকাশকে ব্যাট মাটিতে ঝেরে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। ভারতীয় এই পেসার হয়তো বুঝতে পেরেছেন, এমন শট খেলা তাঁর উচিত হয়নি। তখন আকাশের রান ছিল ৯ রান।   

সেই তাসকিনের বলেই আকাশ আউট হয়েছেন। ৮৯তম ওভারের পঞ্চম বলে ড্রাইভ করতে যান আকাশ। দীর্ঘক্ষণ আকাশে ভেসে থাকা বল তালুবন্দী করেন শান্ত।  ৩০ বলে ৪ চারে ১৭ রান করে আউট হয়েছেন আকাশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮.৫ ওভারে ৮ উইকেটে ৩৬৭ রান করেছে ভারত। 

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৩৩৯ রান থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সপ্তম উইকেটে রবীচন্দ্রন অশ্বিন-রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন।টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থাকতে জাদেজা আউট হয়েছেন তাসকিনের বলে খোঁচা দিতে গিয়ে। বাংলাদেশের উইকেটরক্ষক লিটন দাস সহজেই সেটা তালুবন্দী করেছেন।  ১২৪ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কায় করেছেন ৮৬ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত