ঢাকা: করোনা মহামারির প্রথম ধাক্কায় জনজীবন তখন বিপর্যস্ত। শহরে শহরে লকডাউন। জরুরি সেবা ছাড়া এ সময় প্রায় সবই ছিল বন্ধ। নিস্তব্ধ এ সময়েই অনেক ক্রিকেটার আবার ভীষণ ব্যস্ত ছিলেন ক্রিকেট নিয়ে। সেই ব্যস্ত খেলোয়াড়দের মধ্যে সবার আগে থাকবেন পাকিস্তানের আসাদ শফিক, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান।
গত বছরের শুরু থেকেই করোনা প্রাদুর্ভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছিল ক্রিকেটাঙ্গনেও। ২০২০ সালের ৩০ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচের পর ক্রিকেট বন্ধ ছিল প্রায় সাড়ে চার মাস। ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরে ক্রিকেট।
গত বছরের মার্চ থেকে এ বছরের মার্চ—মহামারির এই এক বছরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান শফিক। খেলেছেন ৩১ ম্যাচ, মাঠে ছিলেন ৭৫ দিন। শাহিন খেলেছেন ৭২ দিন আর রিজওয়ান ৬৭ দিন। এ তালিকায় চারে থাকা জস বাটলার খেলেছেন ৬৬ দিন আর জাহিদ মাহমুদ মাঠে ছিলেন ৬৩ দিন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের বেশির ভাগই পাকিস্তানি।
করোনার মধ্যে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার তালিকার শীর্ষেও রয়েছেন শফিক, খেলেছেন ১৪টি ম্যাচ। সমান ১২ ম্যাচ খেলেছেন ডম সিবলি, আজহার আলী, ক্যামেরন গ্রিন ও নোমান আলি।
করোনা–পরবর্তী ক্রিকেটে গত এক বছর সবচেয়ে বেশি ব্যস্ত ছিল পাকিস্তান দল। পাকিস্তানি ক্রিকেটাররা শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, ব্যস্ত সময় পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। তবে সবচেয়ে বেশি মাঠে ছিল ইংল্যান্ড দল। ইংলিশরা মাঠে ছিলেন ৬৯ দিন। গত এক বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ডই। এ সময়ে তারা খেলেছে ১২টি টেস্ট। এই তালিকার শেষ চারে থাকা জিম্বাবুয়ে, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ১৫ দিনও খেলেনি গত এক বছরে।
দিনের হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার—৫৩ দিন। তাঁর সতীর্থ সিবলি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিলেন ৫২ দিন। গত এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ানরা । মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ খেলেছেন যথাক্রমে ৩৯, ৩৮ ও ৩৫টি ম্যাচ।
পিছিয়ে ছিল না নারী ক্রিকেটও। পুরুষদের মতো হয়তো তাদের ব্যস্ততা এতটা ছিল না। তবু নিউজিল্যান্ডের মেয়েরা যতটুকু সময় আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন, বাংলাদেশের খেলোয়াড়দেরও ততটা সময় ব্যস্ত থাকা হয়নি। নিউজিল্যান্ডের অ্যামি স্যাদারওয়েট ও অ্যামেলিয়া কার সর্বোচ্চ ৪০ দিন খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট।
ঢাকা: করোনা মহামারির প্রথম ধাক্কায় জনজীবন তখন বিপর্যস্ত। শহরে শহরে লকডাউন। জরুরি সেবা ছাড়া এ সময় প্রায় সবই ছিল বন্ধ। নিস্তব্ধ এ সময়েই অনেক ক্রিকেটার আবার ভীষণ ব্যস্ত ছিলেন ক্রিকেট নিয়ে। সেই ব্যস্ত খেলোয়াড়দের মধ্যে সবার আগে থাকবেন পাকিস্তানের আসাদ শফিক, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ান।
গত বছরের শুরু থেকেই করোনা প্রাদুর্ভাবে থমকে গিয়েছিল পুরো বিশ্ব। এর প্রভাব পড়েছিল ক্রিকেটাঙ্গনেও। ২০২০ সালের ৩০ মার্চ সিডনিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচের পর ক্রিকেট বন্ধ ছিল প্রায় সাড়ে চার মাস। ৮ জুলাই সাউদাম্পটনে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ দিয়ে মাঠে ফেরে ক্রিকেট।
গত বছরের মার্চ থেকে এ বছরের মার্চ—মহামারির এই এক বছরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছেন পাকিস্তানি ব্যাটসম্যান শফিক। খেলেছেন ৩১ ম্যাচ, মাঠে ছিলেন ৭৫ দিন। শাহিন খেলেছেন ৭২ দিন আর রিজওয়ান ৬৭ দিন। এ তালিকায় চারে থাকা জস বাটলার খেলেছেন ৬৬ দিন আর জাহিদ মাহমুদ মাঠে ছিলেন ৬৩ দিন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের বেশির ভাগই পাকিস্তানি।
করোনার মধ্যে সবচেয়ে বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলার তালিকার শীর্ষেও রয়েছেন শফিক, খেলেছেন ১৪টি ম্যাচ। সমান ১২ ম্যাচ খেলেছেন ডম সিবলি, আজহার আলী, ক্যামেরন গ্রিন ও নোমান আলি।
করোনা–পরবর্তী ক্রিকেটে গত এক বছর সবচেয়ে বেশি ব্যস্ত ছিল পাকিস্তান দল। পাকিস্তানি ক্রিকেটাররা শুধু ঘরোয়া ক্রিকেটেই নয়, ব্যস্ত সময় পার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটেও। তবে সবচেয়ে বেশি মাঠে ছিল ইংল্যান্ড দল। ইংলিশরা মাঠে ছিলেন ৬৯ দিন। গত এক বছরে সবচেয়ে বেশি টেস্ট খেলেছে ইংল্যান্ডই। এ সময়ে তারা খেলেছে ১২টি টেস্ট। এই তালিকার শেষ চারে থাকা জিম্বাবুয়ে, বাংলাদেশ, আফগানিস্তান, আয়ারল্যান্ড ১৫ দিনও খেলেনি গত এক বছরে।
দিনের হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন ইংল্যান্ডের জস বাটলার—৫৩ দিন। তাঁর সতীর্থ সিবলি আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত ছিলেন ৫২ দিন। গত এক বছরে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ানরা । মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ খেলেছেন যথাক্রমে ৩৯, ৩৮ ও ৩৫টি ম্যাচ।
পিছিয়ে ছিল না নারী ক্রিকেটও। পুরুষদের মতো হয়তো তাদের ব্যস্ততা এতটা ছিল না। তবু নিউজিল্যান্ডের মেয়েরা যতটুকু সময় আন্তর্জাতিক ক্রিকেটে পার করেছেন, বাংলাদেশের খেলোয়াড়দেরও ততটা সময় ব্যস্ত থাকা হয়নি। নিউজিল্যান্ডের অ্যামি স্যাদারওয়েট ও অ্যামেলিয়া কার সর্বোচ্চ ৪০ দিন খেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট।
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে