Ajker Patrika

ভিসা জটিলতায় ভারতে যেতে দেরি খাজার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ২৩
ভিসা জটিলতায় ভারতে যেতে দেরি খাজার

সবকিছু ঠিক থাকলে সতীর্থদের সঙ্গে ভারত সফরে আজ যাওয়ার কথা ছিল উসমান খাজার। তবে যথাসময়ে ভিসা না পাওয়ায় ভারতের বিমান ধরা হয়নি অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারের। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র জানিয়েছেন, খাজা অস্ট্রেলিয়ার একমাত্র খেলোয়াড়, যিনি যথাসময়ে ভিসা পাননি। খাজা এরপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মজাদার পোস্ট করেন। বাগানে বসে থাকা এক ভদ্রলোকের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘এভাবেই আমি ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছি।’ 

সিএ আশা করছে, বুধবারই খাজা ভিসা পেয়ে যাবেন। অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারের নামে বৃহস্পতিবার বিমানের টিকিট কেটে রাখা হয়েছে। দলের বেশ কজন সাপোর্ট স্টাফও বৃহস্পতিবারের বিমানে ভারতে যাচ্ছেন। 

খাজার সঙ্গে এমন ঘটনা প্রথমবার ঘটছে তা নয়, ২০১১ সালেও এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। যদি ভিসা আবেদনকারী বা তাঁদের কেউ পাকিস্তানি বংশোদ্ভূত হন, তাহলে ভারতের ভিসা পেতে একটু সমস্যা হয়। খাজা পাকিস্তানে জন্মগ্রহণ করলেও পরে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে থাকা শুরু করেন। 

২০২২ সালে প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন খাজা। ফেরার পর শুধু টেস্টই খেলেছেন তিনি। ১২ টেস্টে ৭৯.৬৯ গড়ে করেছেন ১২৭৫ রান। করেছেন ৫টি করে সেঞ্চুরি ও ফিফটি। অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার শেন ওয়ান অ্যাওয়ার্ড জিতেছেন এই টপ অর্ডার ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত