Ajker Patrika

প্রাণ ফিরেছে মিরপুরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৫: ০০
প্রাণ ফিরেছে মিরপুরে

সকাল থেকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশপাশে থিকথিকে ভিড়। কারও গায়ে লাল-সবুজ জার্সি, মাথায় বাংলাদেশের ক্যাপ। কেউ-বা কপালের চারপাশে পেঁচিয়েছে পতাকার আদলে তৈরি ফিতা। বাংলাদেশ, বাংলাদেশ গগনবিদারী স্লোগানে মুখরিত করে তোলে পুরো স্টেডিয়ামপাড়া। দর্শকদের এই উন্মাদনা মাঠে ফেরার।

২০২০ সালের মার্চের ১১ তারিখ শেরেবাংলায় সর্বশেষ দেখা গিয়েছিল দর্শক। এরপর করোনার থাবায় তাল কেটে যায় সবকিছুতে। তার প্রভাব পড়ে মাঠেও। থেমে যায় খেলা। যেখানে খেলাই নেই, সেখানে তো দর্শকের প্রশ্নই অমূলক। 

এই বছরের জানুয়ারিতে খেলা ফিরলেও মাঠের ‘প্রাণ’ সেই দর্শক ফেরেনি। অবশেষে ৬১৭ দিন পর কাটল সেই দর্শকখরা। করোনার দুই ডোজ টিকা নেওয়া সাপেক্ষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখতে টিকিট কেটে মাঠে প্রবেশ করতে পারছে দর্শক। গ্যালারির ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি স্ট্যান্ড, ক্লাব হাউস, সাউদার্ন/নর্দার্ন স্ট্যান্ড ও ইস্টার্ন স্ট্যান্ড ক্যাটাগরির টিকিটের দাম পড়ছে যথাক্রমে ১০০০, ৫০০, ৩০০, ১৫০ ও ১০০ টাকা।

দুপুর ১২টার দিকে বাংলাদেশ ও পাকিস্তান দল মাঠে আসে। এরপর সাড়ে ১২টার দিকে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কঠোর নিরাপত্তা ও তল্লাশির মাধ্যমে দর্শকদের প্রবেশ করানো হয় গ্যালারিতে। স্টেডিয়ামের শূন্য আসনগুলোও যেন অপেক্ষায় ছিল দর্শকদের। মাঠে দর্শক প্রবেশ করতেই আসনগুলো ‘অভ্যর্থনা’ জানায় তাদের।

রাজধানীর যাত্রাবাড়ী থেকে আসেন আবদুল আলিম, বিলাল হোসেন ও মোহাম্মদ অনিক নামের তিন বন্ধু। স্টেডিয়ামের ১ নম্বর গেট এলাকায় কথা হয় তাঁদের সঙ্গে। তিনজনই ছোট্ট চাকরি করেন। সেই চাকরিতে পাওয়া বেতনের টাকা জমিয়ে কিনেছেন ৩০০ টাকা দামের টিকিট। কেমন লাগছে মাঠে প্রবেশ করতে—এই প্রশ্নে যেন উচ্ছ্বাস খেলা করে গেল তিন বন্ধুর চোখে-মুখে। একসঙ্গে বলে উঠলেন, ‘এই দিনটির অপেক্ষায় ছিলাম কত দিন ধরে। অবশেষে প্রতীক্ষার অবসান হলো।’

উত্তরা থেকে ছেলেকে নিয়ে খেলা দেখতে এসেছেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সোহরাব উদ্দিন। মধ্যবয়সী এই ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারালেও আমরা মাঠে বসে খেলা দেখতে পারিনি। মনের মধ্যে এ নিয়ে কষ্ট ছিল। টিকিট ছাড়ছে শুনেই তাই গতকাল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করলাম। আশা করছি বিশ্বকাপের বাজে স্মৃতি মুছে বাংলাদেশ দারুণ খেলবে।’

শুধু কি বাংলাদেশি সমর্থক? উল্লেখযোগ্যসংখ্যক পাকিস্তানি সমর্থকও খেলা দেখতে এসেছেন মিরপুরে। তাঁরা নিজেদের দেশের জার্সি গায়ে মাঠে প্রবেশ করেন। তীব্র রোদ উপেক্ষা করে অনুশীলন দেখতে দেখতে দর্শকেরা দুই দলকে দেন উৎসাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত