পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ভারত। আবুধাবিতে আজ আফগানিস্তানের কাছে হারলে নিভু নিভু আশাটাও ফুরিয়ে যাবে।
যদিও নামে-ভারে, শক্তিমত্তায় ভারতীয়দের ধারেকাছেও নেই আফগানরা। বিশ্বকাপে এর আগে মুখোমুখি হওয়া দুই ম্যাচে হেসেখেলে জিতেছে ভারত। কিন্তু আফগানিস্তানের আগের দলের সঙ্গে এই দলকে মেলালে চলবে না, সেটি ভালো করেই জানা আছে সবার।
রশিদ খান-মোহাম্মদ নবী-মুজিব উর রহমানদের ঘূর্ণি সামলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বিরাট কোহলির দলকে আজ সেরা ক্রিকেটটাই খেলতে হবে। নয়তো ফের পা হড়কাবে ভারত। উত্তরসূরিদের সেটি মনে করিয়ে দিতে আফগানদের ‘কলার খোসার’ মতোই পিচ্ছিল হিসেবে তুলনা করলেন সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের ভাষ্য, ‘ওরা (আফগানিস্তান) কলার খোসার মতোই পিচ্ছিল প্রতিপক্ষ। কেউ যদি রাস্তা দেখে না হাঁটে (আফগানদের সহজভাবে নেয়), তাহলে পিছলে পড়বেই।’
আফগানদের মূল শক্তি স্পিনাররা। কিন্তু স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ব্যাপারটি গাভাস্কারের মনেও উৎকণ্ঠার জন্ম দিয়েছে, ‘ওরা (রশিদ-নবী-মুজিবরা) ব্যতিক্রম ও বৈচিত্র্যময় বোলার, যা কোনো দলের জন্য ভয়ের কারণ। এ ধরনের স্পিনারদের বিপক্ষে ভারতের ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়।’
শুধু স্পিনার নয়, আফগানদের হার্ড হিটার ব্যাটারদের নিয়েও সতর্ক করলেন বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকা গাভাস্কার, ‘ওদের ব্যাটাররা নির্ভীক। পুরো ২০ ওভার বড় শট খেলতে পছন্দ করে, ক্রিজে গিয়েই স্বচ্ছন্দে ব্যাট চালাতে থাকে। ওরা সত্যিই বিপজ্জনক।’
পাকিস্তানের পর নিউজিল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় ভারত। আবুধাবিতে আজ আফগানিস্তানের কাছে হারলে নিভু নিভু আশাটাও ফুরিয়ে যাবে।
যদিও নামে-ভারে, শক্তিমত্তায় ভারতীয়দের ধারেকাছেও নেই আফগানরা। বিশ্বকাপে এর আগে মুখোমুখি হওয়া দুই ম্যাচে হেসেখেলে জিতেছে ভারত। কিন্তু আফগানিস্তানের আগের দলের সঙ্গে এই দলকে মেলালে চলবে না, সেটি ভালো করেই জানা আছে সবার।
রশিদ খান-মোহাম্মদ নবী-মুজিব উর রহমানদের ঘূর্ণি সামলে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বিরাট কোহলির দলকে আজ সেরা ক্রিকেটটাই খেলতে হবে। নয়তো ফের পা হড়কাবে ভারত। উত্তরসূরিদের সেটি মনে করিয়ে দিতে আফগানদের ‘কলার খোসার’ মতোই পিচ্ছিল হিসেবে তুলনা করলেন সুনীল গাভাস্কার। ভারতের কিংবদন্তি এই ব্যাটারের ভাষ্য, ‘ওরা (আফগানিস্তান) কলার খোসার মতোই পিচ্ছিল প্রতিপক্ষ। কেউ যদি রাস্তা দেখে না হাঁটে (আফগানদের সহজভাবে নেয়), তাহলে পিছলে পড়বেই।’
আফগানদের মূল শক্তি স্পিনাররা। কিন্তু স্পিনারদের বিপক্ষে ভারতীয় ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ব্যাপারটি গাভাস্কারের মনেও উৎকণ্ঠার জন্ম দিয়েছে, ‘ওরা (রশিদ-নবী-মুজিবরা) ব্যতিক্রম ও বৈচিত্র্যময় বোলার, যা কোনো দলের জন্য ভয়ের কারণ। এ ধরনের স্পিনারদের বিপক্ষে ভারতের ব্যাটারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়।’
শুধু স্পিনার নয়, আফগানদের হার্ড হিটার ব্যাটারদের নিয়েও সতর্ক করলেন বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে থাকা গাভাস্কার, ‘ওদের ব্যাটাররা নির্ভীক। পুরো ২০ ওভার বড় শট খেলতে পছন্দ করে, ক্রিজে গিয়েই স্বচ্ছন্দে ব্যাট চালাতে থাকে। ওরা সত্যিই বিপজ্জনক।’
চোট যেন লিওনেল মেসির এখন মহাশত্রু। মূল একাদশ তো দূরে থাক, বদলি খেলোয়াড় হিসেবেও খেলার মতো অবস্থায় নেই তিনি। ইন্টার মায়ামির সবশেষ দুই ম্যাচই তিনি মিস করেছেন।
২১ মিনিট আগে২০২৫-২৬ মৌসুমের লা লিগা শুরু হচ্ছে আগামীকাল। নতুন মৌসুম শুরুর আগেই ঝামেলায় পড়েছে বার্সেলোনা। মার্ক আন্দ্রে টের স্টেগেন বিরোধ কাটিয়ে বার্সেলোনার অধিনায়কত্ব ফিরে পেয়েছেন ঠিকই। কিন্তু তাঁর চোটই দলকে বেশি চিন্তায় ফেলে দিয়েছে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ইমাম-উল-হক সবশেষ খেলেছেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে ২০১৭ সালে পাকিস্তানের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন সংস্করণ মিলে কোনোমতে ১০০-এর বেশি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকা ইমাম ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন।
২ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে তুমুল সমালোচিত কিউরেটর গামিনি ডি সিলভার বিদায়ঘণ্টা বেজে গেছে কদিন আগে। বিসিবির হেড অব টার্ফ ম্যানেজমেন্টের প্রধান হয়ে বিসিবিতে এসেছেন টনি হেমিং। পরশু মিরপুরে এসে ঘুরে ঘুরে উইকেটগুলো দেখেন হেমিং। উইকেটের পাশে পুঁইশাকের বাগান দেখে হতভম্ব হয়ে যান তিনি।
৩ ঘণ্টা আগে