Ajker Patrika

কাশ্মীর হামলার প্রভাব পড়েছে আইপিএলেও

ক্রীড়া ডেস্ক    
আইপিএলে আজ মুম্বাই-হায়দারাবাদ ম্যাচ নিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। ছবি: ক্রিকইনফো
আইপিএলে আজ মুম্বাই-হায়দারাবাদ ম্যাচ নিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। ছবি: ক্রিকইনফো

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন। ‘ভারতের সুইজারল্যান্ড’ নামে পরিচিত পেহেলগাম শহরে গতকাল এমন হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কাশ্মীর হামলার নিন্দা জানিয়েছে। এই হামলার প্রভাব পড়েছে আইপিএলেও। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ–মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ নিয়ে তিনটি সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

১) ক্রিকেটার-আম্পায়ারদের কালো বাহুবন্ধনী

ক্রিকেটার এবং আম্পায়াররা আজ হায়দরাবাদ ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। নিহতদের স্মরণে খেলা শুরুর আগে স্টেডিয়ামে এক মিনিট নীরবতা পালন করা হবে।

২) চিয়ারলিডারবিহীন ম্যাচ

চিয়ারলিডারদের নাচ আইপিএলের মাঠে খুবই পরিচিত এক দৃশ্য। ব্যাটাররা চার-ছক্কা মারলে বা বোলাররা উইকেট নিলে উল্লাস করেন তাঁরা। দুই দলেরই আলাদা চিয়ারলিডার থাকেন। কিন্তু পেহেলগামে হামলার প্রতিবাদে আজ কোনো চিয়ারলিডার থাকছেন না।

৩) বাজি ও আলোর প্রদর্শনী বন্ধ

বাজি ফোটানো ও আলোর প্রদর্শনীও চিয়ারলিডারের নাচের মতো পরিচিত দৃশ্য। ইনিংস বিরতিতে এবং ম্যাচ শেষে আলো ও লেজার শো মাঠে আলাদা আবহ তৈরি করে। কিন্তু আজ হায়দরাবাদ-মুম্বাই ম্যাচে বাজি ফোটানোর পাশাপাশি আলোর প্রদর্শনী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

২০২৫ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট টেবিলের ৬ ও ৯ নম্বরে অবস্থান করছে। রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের মুম্বাইয়ের পয়েন্ট ৮। মুম্বাই খেলেছে ৮ ম্যাচ। আর হায়দরাবাদ ৭ ম্যাচ খেলে পেয়েছে ৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকা গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস দুই দলেরই পয়েন্ট ১২। দুটি দলই আটটি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত