আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
তবে এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান বাংলাদেশ অধিনায়ক। বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান তিনি। ম্যাচের পরপরই সাকিবকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।
চোট পাওয়ায় সাকিব ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়। কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে গেছেন ১০ ওভার। গতকাল চেন্নাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫৬ রানে হারায় প্রথম ৪ উইকেট। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন সাকিব। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে, রান নিতে গিয়ে ব্যথায় মুখে কুঁচকে গেছে সাকিবের। ব্যাটিংয়েও ছিল অস্বস্তি। এমনকি ব্যাটিংয়ের একপর্যায়ে, মাঠে প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে তাঁকে।
সাকিবের চোট প্রসঙ্গে আজ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়তো পরে পাব। তবে ছোট টিয়ার (চিড়) আছে পায়ে। আশা করছি. ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে মনে হয়। আজকেই হয়ত রিপোর্ট পাব।’
সাকিবকে পাওয়া না যাওয়া মানে দলের জন্য বড় ক্ষতি। সেমিফাইনালে যেতে হলে পরের ছয় ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।
আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে আজ পুনে পৌঁছেছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
তবে এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান বাংলাদেশ অধিনায়ক। বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান তিনি। ম্যাচের পরপরই সাকিবকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়।
চোট পাওয়ায় সাকিব ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায়। কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে গেছেন ১০ ওভার। গতকাল চেন্নাইয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫৬ রানে হারায় প্রথম ৪ উইকেট। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন সাকিব। তাঁর ব্যাট থেকে আসে ৪০ রান। ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে, রান নিতে গিয়ে ব্যথায় মুখে কুঁচকে গেছে সাকিবের। ব্যাটিংয়েও ছিল অস্বস্তি। এমনকি ব্যাটিংয়ের একপর্যায়ে, মাঠে প্রাথমিক চিকিৎসাও নিতে হয়েছে তাঁকে।
সাকিবের চোট প্রসঙ্গে আজ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘সাকিবের রিপোর্ট এখনও দেয়নি। ব্যথা কমে গেছে। কোন স্টেজে আছে এটার রিপোর্ট হয়তো পরে পাব। তবে ছোট টিয়ার (চিড়) আছে পায়ে। আশা করছি. ভারতের বিপক্ষে পাব ইনশাআল্লাহ। ছোট্ট একটা টিয়ার আছে মনে হয়। গ্রেড ওয়ান বা টু হবে মনে হয়। আজকেই হয়ত রিপোর্ট পাব।’
সাকিবকে পাওয়া না যাওয়া মানে দলের জন্য বড় ক্ষতি। সেমিফাইনালে যেতে হলে পরের ছয় ম্যাচে জিততে হবে বাংলাদেশকে।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৮ মিনিট আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
৩ ঘণ্টা আগে