Ajker Patrika

মেজাজ হারিয়ে দর্শকদের দিকে তেড়ে গেলেন কোহলি, আবারও কি...

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২১: ৩২
মেজাজ হারালেন কোহলি। ছবি: এএফপি
মেজাজ হারালেন কোহলি। ছবি: এএফপি

একদিন আগেই অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা মেরে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনেছেন বিরাট কোহলি। পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। আইসিসির শাস্তি পেলেও ১৯ বছরের কনস্টাসের সঙ্গে অশোভন আচরণ করে অস্ট্রেলিয়ার সমর্থকদের মনেও ক্ষোভ তৈরি করেছেন কোহলি। সুযোগ পেলেই ভারতের তারকা ব্যাটারকে কথা শুনিয়ে দিচ্ছেন তাঁরা।

মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে কোহলিকে আরও একবার কটাক্ষ করলেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। এবার রাগকে মেজাজ হারালেন তিনি। প্রথম ইনিংসে ৩৬ রান করে অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ডের বলে উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ক্যাচ দেন কোহলি। আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরত যাচ্ছিলেন। ড্রেসিংরুমে ফেরার সময় তাঁকে লক্ষ্য করে দুয়ো দেন অস্ট্রেলিয়া সমর্থকেরা। সেদিকে না তাকিয়ে নিজের পথে হাঁটছিলেন ভারতীয় তারকা।

কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই মেজাজ হারিয়ে পেছনে বেরিয়ে আসেন কোহলি। ক্ষিপ্ত হয়ে ওই সমর্থকদের কিছু বলতে দেখা যায় তাঁকে। তবে এবার নতুন করে কোনো শাস্তর মুখোমুখি হচ্ছেন কি না, সেটি এখনো জানা যায়নি।

কোহলি যখন আউট হন, দিনের খেলা প্রায় শেষদিকে। এ সময় উইকেট ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল ভারতের। তার আগে ভুল বোঝাবুঝিতে যসশ্বী জয়সওয়াল রানআউট হওয়ার কারণে কোহলির ওপর বাড়তি চাপও ছিল। কিন্তু নিজেও টিকতে পারলেন না বেশিক্ষণ।

চতুর্থ টেস্টে স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৭৪ রানের পাহাড় গড়েছে। ব্যাটিংয়ে নেমে ভারত সাবলীলভাবে খেলতে থাকলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। ৫ উইকেটে ১৬৪ রানে আজ সিরিজের দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। এখনো ৩১০ রানে পিছিয়ে সফরকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত