ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।
ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এবার খেলছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটারা। এই টুর্নামেন্টে বেতন বকেয়া থাকার ব্যাপারে ক্রিকইনফো গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, মঙ্গলবার পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের বিদ্রোহের কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে। বেশির ভাগ ক্রিকেটার পারিশ্রমিকই পাননি। যেখানে টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগে পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার কথা টুর্নামেন্ট কর্তৃপক্ষের।
ম্যাক্স সিক্সটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরশু সন্ধ্যায় একটি পোস্ট করেছিল। সেখানে লিখেছিল,‘মাঠের বাইরের ঘটনায় সেদিনের সব ম্যাচগুলো বাতিল করা হয়েছিল। ফাইনাল বৃহস্পতিবার কেমান দ্বীপপুঞ্জের জর্জটাউনের স্থানীয় সময়ের বেলা দুইটায় ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে হওয়ার কথা’। যেখানে লিগ পর্যায়ে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থেকে শেষ করেছিল। পরবর্তীতে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট পোস্টটি ডিলিট করে। গতকাল স্থানীয় সময় সকালে ‘রানারআপ প্লে-অফ নামে’ একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস ও ভেগাস ভাইকিংসের।
ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, ‘ক্রিকেটাররা যে চুক্তি অনুযায়ী টাকা এখনো পায়নি, সেটা খুবই হতাশাজনক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অর্থহীন কিছু কাগজ তৈরি করে খেলোয়াড়দের চুক্তি করা হয়েছে। এটা এক ধরনের নিষিদ্ধ ক্রিকেট লিগ। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের রক্ষা করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।’
ক্যারিবিয়ান টাইগার্স-মায়ামি ব্লেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স-ভেগাস ভাইকিংস, ফ্লোরিডা লায়নস-কেম্যান বে স্টিংরেজ—বুধবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। যার মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে ‘রানারআপ প্লে-অফ’ টুর্নামেন্টে গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস- ভেগাস ভাইকিংস মুখোমুখি হলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ক্যারিবিয়ান টাইগার্সকে। আর মায়ামি ব্লেজের হয়ে সাকিব এবার ৫ ম্যাচ খেলে করেছেন ৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
টি-টোয়েন্টির মতো বিশ্বজুড়ে পাল্লা দিয়ে চলছে টি-টেন টুর্নামেন্টও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এসব টুর্নামেন্ট নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানারকম ঝামেলার কথা। পারিশ্রমিক বকেয়া থাকায় অনেক সময় ক্রিকেটাররা বিদ্রোহ করে বসেন। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান টুর্নামেন্টে ঘটেছে এমনই এক ঘটনা।
ম্যাক্স সিক্সটি টুর্নামেন্টে এবার খেলছেন সাকিব আল হাসান, ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলসের মতো তারকা ক্রিকেটারা। এই টুর্নামেন্টে বেতন বকেয়া থাকার ব্যাপারে ক্রিকইনফো গত রাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানা গেছে, মঙ্গলবার পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটারদের বিদ্রোহের কারণে ম্যাচগুলো বাতিল করা হয়েছে। বেশির ভাগ ক্রিকেটার পারিশ্রমিকই পাননি। যেখানে টুর্নামেন্ট শুরুর ৩০ দিন আগে পাওনা টাকা পরিশোধ করে দেওয়ার কথা টুর্নামেন্ট কর্তৃপক্ষের।
ম্যাক্স সিক্সটি নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরশু সন্ধ্যায় একটি পোস্ট করেছিল। সেখানে লিখেছিল,‘মাঠের বাইরের ঘটনায় সেদিনের সব ম্যাচগুলো বাতিল করা হয়েছিল। ফাইনাল বৃহস্পতিবার কেমান দ্বীপপুঞ্জের জর্জটাউনের স্থানীয় সময়ের বেলা দুইটায় ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংসের মধ্যে হওয়ার কথা’। যেখানে লিগ পর্যায়ে ক্যারিবিয়ান টাইগার্স ও ভেগাস ভাইকিংস পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থেকে শেষ করেছিল। পরবর্তীতে ম্যাক্স সিক্সটি টুর্নামেন্ট পোস্টটি ডিলিট করে। গতকাল স্থানীয় সময় সকালে ‘রানারআপ প্লে-অফ নামে’ একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস ও ভেগাস ভাইকিংসের।
ক্রিকেটারদের টাকা পরিশোধ না করার বিষয়টি মেনে নিতে পারছে না বিশ্ব ক্রিকেটারদের সংগঠন (ডব্লিউসিএ)। সংস্থাটির প্রধান নির্বাহী টম মোফ্যাট বলেন, ‘ক্রিকেটাররা যে চুক্তি অনুযায়ী টাকা এখনো পায়নি, সেটা খুবই হতাশাজনক। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। অর্থহীন কিছু কাগজ তৈরি করে খেলোয়াড়দের চুক্তি করা হয়েছে। এটা এক ধরনের নিষিদ্ধ ক্রিকেট লিগ। আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের রক্ষা করে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়।’
ক্যারিবিয়ান টাইগার্স-মায়ামি ব্লেজ, বোকা র্যালটন ট্রেলব্লেজার্স-ভেগাস ভাইকিংস, ফ্লোরিডা লায়নস-কেম্যান বে স্টিংরেজ—বুধবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের এই তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। যার মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এদিকে ‘রানারআপ প্লে-অফ’ টুর্নামেন্টে গ্র্যান্ড কেমান ফ্র্যালকনস- ভেগাস ভাইকিংস মুখোমুখি হলেও চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ক্যারিবিয়ান টাইগার্সকে। আর মায়ামি ব্লেজের হয়ে সাকিব এবার ৫ ম্যাচ খেলে করেছেন ৫০ রান। বোলিংয়ে নিয়েছেন ৫ উইকেট।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৯ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
১১ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
১৩ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১৬ ঘণ্টা আগে