টানা দুই দিন শেষ বলে জয় দেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চে ১ উইকেটের জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বেঙ্গালুরু ২ উইকেটে করে ২১২ রান। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৯ রানেই ৪ উইকেট হারায় লক্ষ্ণৌ। ৬ নম্বরে নেমে ঝোড়ো ফিফটি করে নিকোলাস পুরান সহজ করে দেন সমীকরণ। শেষ বলে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ১ উইকেটে জেতে লক্ষ্ণৌ। হাইস্কোরিং এই ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
১৫ বলে ফিফটি: ১৫ বলে ফিফটি করেছেন পুরান। আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। ১৫ বলে এর আগে ফিফটি করেছেন ইউসুফ পাঠান ও সুনীল নারাইন। আইপিএলে দ্রুততম ফিফটি হয়েছে ১৪ বলে। ১৪ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্স।
শেষ বলে ১ উইকেটের জয়: আইপিএলের ইতিহাসে শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে দুটি। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন রোমাঞ্চকর জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সর্বোচ্চ রান তাড়ায় লক্ষ্ণৌ: এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল খেলছে লক্ষ্ণৌ। তাতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডে সেরা পাঁচে দুবার নাম লিখিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুর দেওয়া ২১৩ রান তাড়া করে লক্ষ্ণৌর জয় আইপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়। নিজেদের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে লক্ষ্ণৌ।
ঝোড়ো গতিতে পঞ্চাশোর্ধ্ব রান: ১৯ বলে ৬২ রান করেছেন পুরান। উইন্ডিজ এই ব্যাটারের স্ট্রাইক রেট ৩২৬.৩২। আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেটে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড প্যাট কামিন্সের। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ বলে ৫৬ রান করেন কামিন্স। অস্ট্রেলিয়ার এই ব্যাটার খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
টানা দুই দিন শেষ বলে জয় দেখেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলের রোমাঞ্চে ১ উইকেটের জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গতকাল বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে বেঙ্গালুরু ২ উইকেটে করে ২১২ রান। ২১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৯ রানেই ৪ উইকেট হারায় লক্ষ্ণৌ। ৬ নম্বরে নেমে ঝোড়ো ফিফটি করে নিকোলাস পুরান সহজ করে দেন সমীকরণ। শেষ বলে নিষ্পত্তি হওয়া এই ম্যাচে ১ উইকেটে জেতে লক্ষ্ণৌ। হাইস্কোরিং এই ম্যাচে হয়েছে একগাদা রেকর্ড।
১৫ বলে ফিফটি: ১৫ বলে ফিফটি করেছেন পুরান। আইপিএলের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ফিফটি। ১৫ বলে এর আগে ফিফটি করেছেন ইউসুফ পাঠান ও সুনীল নারাইন। আইপিএলে দ্রুততম ফিফটি হয়েছে ১৪ বলে। ১৪ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্স।
শেষ বলে ১ উইকেটের জয়: আইপিএলের ইতিহাসে শেষ বলে ১ উইকেটের জয়ের ঘটনা ঘটেছে দুটি। এর আগে ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এমন রোমাঞ্চকর জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।
সর্বোচ্চ রান তাড়ায় লক্ষ্ণৌ: এ নিয়ে দ্বিতীয়বার আইপিএল খেলছে লক্ষ্ণৌ। তাতে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডে সেরা পাঁচে দুবার নাম লিখিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুর দেওয়া ২১৩ রান তাড়া করে লক্ষ্ণৌর জয় আইপিএল ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়। নিজেদের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে লক্ষ্ণৌ।
ঝোড়ো গতিতে পঞ্চাশোর্ধ্ব রান: ১৯ বলে ৬২ রান করেছেন পুরান। উইন্ডিজ এই ব্যাটারের স্ট্রাইক রেট ৩২৬.৩২। আইপিএলে সর্বোচ্চ স্ট্রাইক রেটে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলার রেকর্ড প্যাট কামিন্সের। গত বছর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ বলে ৫৬ রান করেন কামিন্স। অস্ট্রেলিয়ার এই ব্যাটার খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালটা লিটন দাসকে দেখতে হয়েছে ডাগ আউটে বসে। দুবাইয়ে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিকদের একের পর এক আত্মাহুতি দেখে লিটনের মুখটা বেশ ফ্যাকাশে দেখিয়েছে। ওয়াসিম আকরামের মতে লিটন থাকলে ম্যাচের ফল অন্য কিছু হতেও পারত।
১২ মিনিট আগেজিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৪৪ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
১ ঘণ্টা আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১১ ঘণ্টা আগে