নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) স্কোরকার্ড দেখে আজ একটু অবাক হওয়ারই কথা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ব্যাটার তামিম ইকবাল ব্যাটিং করেছেন তিন নম্বরে। অথচ ক্যারিয়ারের অধিকাংশ সময়ই তাঁকে ব্যাটিং করতে দেখা গেছে ওপেনিংয়ে।
শুধু তামিমের তিন নম্বরে ব্যাটিং করাই নয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচ ৫০ ওভারের পরিবর্তে হচ্ছে ৪৯ ওভারে। এমনকি সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে খেলা নির্ধারিত সকাল ৯টার দিকেও শুরু করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার গাবতলীতে সড়ক দুর্ঘটনার কারণে তীব্র যানজট দেখা দেয়। সেখানে খেলোয়াড়-ম্যাচ কর্মকর্তাদের পৌঁছাতে একটু দেরি হয়। ৪০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে ৯টা ৪০ মিনিটে। তামিমেরও পৌছাতে দেরি হওয়ায় তাঁকে নামতে হয়েছে তিনে। ম্যাচের দৈর্ঘ্যও তাই এক ওভার কমানো হয়েছে।
নির্ধারিত সময়ে তামিম আসতে না পারায় প্রাইম ব্যাংকের অধিনায়কত্ব তাঁর জায়গায় দেওয়া হয় মোহাম্মদ মিঠুনকে। তামিমের পরিবর্তে আজ ওপেনিং করেন শাহাদাত দিপু ও পারভেজ হোসেন ইমন। দিপু, ইমন দুই ওপেনারই সেঞ্চুরি করেছেন ও দারুণ শুরু এনে দিয়েছেন। ৩৬.২ ওভারে তাঁরা উদ্বোধনী জুটিতে যোগ করেন ২৪৬ রান। তামিম তিনে নেমে ১৫ বলে ২ চারে করেন ১৬ রান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শেষ পর্যন্ত ৪৯ ওভারে ৪ উইকেটে ৩৮০ রান করেছে। ১২৯ বলে ৯ চার ও ৮ ছক্কায় ইমনের ১৫১ রান দলের সর্বোচ্চ। দীপু করেন ১১১ বলে ১১৯ রান। ৩৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ব্রাদার্স ইউনিয়ন লিমিটের স্কোর এখন পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেটে করেছে ৯৭ রান। আবদুল মাজিদ ৩৩ বলে ৩০ রানে ব্যাটিং করছেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত রহমতউল্লাহ আলি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে