জীবন কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। এই যেমন বৈভব অরোরা। এক সময় ক্রিকেট ছেড়ে বেসরকারি চাকরি করতে চাওয়া বোলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজের অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।
নতুন অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বে দারুণ পারফর্ম করছে বৈভবের দল পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত ৩ ম্যাচ ২ টিতেই জিতেছে তারা। আজ রাতে গুজরাট টাইটানসের বিপক্ষেও খেলছেন তিনি।
এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের রাতে আলো ছড়িয়েছেন অভিষিক্ত বৈভব। ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার ছিলেন। অথচ এই বৈভবই কি না ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন!
বৈভবের এমন সাফল্যের পর তাঁর কোচ রবি বর্মা শিষ্যের দুঃসহ অতীত সামনে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বর্মা বলেন, ‘বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিল। জেলা পর্যায়ের ম্যাচে ওর বলে সাতটি ক্যাচ পড়েছিল। সেদিন ও খুব বিরক্ত হয়েছিল।’
ম্যাচের পর আবেগী বৈভবের আবদারের কথা তুলে ধরেছেন কোচ বর্মা, ‘ও এসে বলল, স্যার, আমাকে একটা বেসরকারি চাকরি খুঁজে দেবেন। ক্রিকেট আমাকে দিয়ে আর হবে না। আমি তখন ওকে বলেছিলাম, এ রকম কথা যেন আর না বলে।’
এরপরই নিজেকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন বৈভব। ২০১৯-২০ মৌসুমে রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের দলেও সুযোগ পান। সৌরাষ্ট্রের বিপক্ষে অভিষেক হয় তাঁর।
২০২০ আইপিএলে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন। গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এ বছর আবার পাঞ্জাবে ফিরেছেন তিনি। দুধ বিক্রেতা বাবার ছেলে রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। এবার ভাগ্যের শিকেই খুলেছে। নেট বোলার হিসেবে নয়, সরাসরি ঢুকে গেছেন একাদশে।
বৈভব দুই বছর আগের স্মৃতিচারণা করেছেন এভাবে, ‘পাঞ্জাব কিংসে থাকা ওই ৮০ দিন আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি নেটে লোকেশ রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক আগারওয়ালকে বোলিং করেছিলাম। এরপর থেকে আত্মবিশ্বাস পাচ্ছিলাম। ভয়টা মন থেকে দূর হয়ে গিয়েছিল।’
আইপিএল সম্পর্কিত পড়ুন:
জীবন কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। এই যেমন বৈভব অরোরা। এক সময় ক্রিকেট ছেড়ে বেসরকারি চাকরি করতে চাওয়া বোলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজের অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত।
নতুন অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বে দারুণ পারফর্ম করছে বৈভবের দল পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত ৩ ম্যাচ ২ টিতেই জিতেছে তারা। আজ রাতে গুজরাট টাইটানসের বিপক্ষেও খেলছেন তিনি।
এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের রাতে আলো ছড়িয়েছেন অভিষিক্ত বৈভব। ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার ছিলেন। অথচ এই বৈভবই কি না ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন!
বৈভবের এমন সাফল্যের পর তাঁর কোচ রবি বর্মা শিষ্যের দুঃসহ অতীত সামনে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বর্মা বলেন, ‘বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিল। জেলা পর্যায়ের ম্যাচে ওর বলে সাতটি ক্যাচ পড়েছিল। সেদিন ও খুব বিরক্ত হয়েছিল।’
ম্যাচের পর আবেগী বৈভবের আবদারের কথা তুলে ধরেছেন কোচ বর্মা, ‘ও এসে বলল, স্যার, আমাকে একটা বেসরকারি চাকরি খুঁজে দেবেন। ক্রিকেট আমাকে দিয়ে আর হবে না। আমি তখন ওকে বলেছিলাম, এ রকম কথা যেন আর না বলে।’
এরপরই নিজেকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন বৈভব। ২০১৯-২০ মৌসুমে রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের দলেও সুযোগ পান। সৌরাষ্ট্রের বিপক্ষে অভিষেক হয় তাঁর।
২০২০ আইপিএলে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন। গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এ বছর আবার পাঞ্জাবে ফিরেছেন তিনি। দুধ বিক্রেতা বাবার ছেলে রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। এবার ভাগ্যের শিকেই খুলেছে। নেট বোলার হিসেবে নয়, সরাসরি ঢুকে গেছেন একাদশে।
বৈভব দুই বছর আগের স্মৃতিচারণা করেছেন এভাবে, ‘পাঞ্জাব কিংসে থাকা ওই ৮০ দিন আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি নেটে লোকেশ রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক আগারওয়ালকে বোলিং করেছিলাম। এরপর থেকে আত্মবিশ্বাস পাচ্ছিলাম। ভয়টা মন থেকে দূর হয়ে গিয়েছিল।’
আইপিএল সম্পর্কিত পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে