Ajker Patrika

‘আমাকে দিয়ে আর ক্রিকেট হবে না, একটা চাকরি খুঁজে দিন’

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ১০: ৪২
‘আমাকে দিয়ে আর ক্রিকেট হবে না, একটা চাকরি খুঁজে দিন’

জীবন কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। এই যেমন বৈভব অরোরা। এক সময় ক্রিকেট ছেড়ে বেসরকারি চাকরি করতে চাওয়া বোলার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিজের অভিষেক ম্যাচেই করেছেন বাজিমাত। 

নতুন অধিনায়ক মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বে দারুণ পারফর্ম করছে বৈভবের দল পাঞ্জাব কিংস। এখন পর্যন্ত ৩ ম্যাচ ২ টিতেই জিতেছে তারা। আজ রাতে গুজরাট টাইটানসের বিপক্ষেও খেলছেন তিনি।

এর আগে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের রাতে আলো ছড়িয়েছেন অভিষিক্ত বৈভব। ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার ছিলেন। অথচ এই বৈভবই কি না ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন!

বৈভবের এমন সাফল্যের পর তাঁর কোচ রবি বর্মা শিষ্যের দুঃসহ অতীত সামনে এনেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে বর্মা বলেন, ‘বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছাড়তে চেয়েছিল। জেলা পর্যায়ের ম্যাচে ওর বলে সাতটি ক্যাচ পড়েছিল। সেদিন ও খুব বিরক্ত হয়েছিল।’  

ম্যাচের পর আবেগী বৈভবের আবদারের কথা তুলে ধরেছেন কোচ বর্মা, ‘ও এসে বলল, স্যার, আমাকে একটা বেসরকারি চাকরি খুঁজে দেবেন। ক্রিকেট আমাকে দিয়ে আর হবে না। আমি তখন ওকে বলেছিলাম, এ রকম কথা যেন আর না বলে।’ 

এরপরই নিজেকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করেন বৈভব। ২০১৯-২০ মৌসুমে রঞ্জি ট্রফিতে হিমাচল প্রদেশের দলেও সুযোগ পান। সৌরাষ্ট্রের বিপক্ষে অভিষেক হয় তাঁর। 

২০২০ আইপিএলে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন। গত বছর ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। এ বছর আবার পাঞ্জাবে ফিরেছেন তিনি। দুধ বিক্রেতা বাবার ছেলে রাতারাতি হয়ে গেছেন কোটিপতি। এবার ভাগ্যের শিকেই খুলেছে। নেট বোলার হিসেবে নয়, সরাসরি ঢুকে গেছেন একাদশে। 

বৈভব দুই বছর আগের স্মৃতিচারণা করেছেন এভাবে, ‘পাঞ্জাব কিংসে থাকা ওই ৮০ দিন আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি নেটে লোকেশ রাহুল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল, মায়াঙ্ক আগারওয়ালকে বোলিং করেছিলাম। এরপর থেকে আত্মবিশ্বাস পাচ্ছিলাম। ভয়টা মন থেকে দূর হয়ে গিয়েছিল।’

আইপিএল সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত