অনলাইন ডেস্ক
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রতিশোধ নিল ঢাকা।
টানা দুই ম্যাচ জিতে সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে সিলেটের ভক্ত-সমর্থকদের আশা হতাশায় রূপ নিতে সময় লাগেনি। টানা তিন ম্যাচ হারল আরিফুল হকের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শেষ মুহূর্তে আশা জাগিয়েও সিলেট ৬ রানে হেরেছে ঢাকার কাছে। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে সিলেট পয়েন্ট তালিকার সাত নম্বরে নেমে গেছে। সমান ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ঢাকা। তবে ঢাকার হাতে বাকি মাত্র তিন ম্যাচ।
১৯৭ রানের লক্ষ্যে নেমে ৪.৩ ওভারে ২ উইকেটে ৩২ রানে পরিণত হয় সিলেট স্ট্রাইকার্স। দুই টপ অর্ডার ব্যাটার জর্জ মানসি (৩) ও জাকির হাসান (৮) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় উইকেটে এরপর ৫৬ বলে ৮০ রানের জুটি গড়তে অবদান রাখেন রনি তালুকদার ও অ্যারন জোনস। তবে এই দুইজনই জুটি গড়ার পর দ্রুত বিদায় নিয়েছেন। ২ উইকেটে ১১২ রান থেকে মুহূর্তেই সিলেটের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১২৭ রান।
হাতে ৬ উইকেট নিয়ে শেষ ২৭ বলে ৭০ রান প্রয়োজন হয় সিলেট স্ট্রাইকার্সের। পঞ্চম উইকেটে ১৯ বলে ৪২ রানের বিধ্বংসী জুটি গড়েন জাকের আলী অনিক ও আরিফুল। ১৩ বলে ২৮ রান করা জাকেরকে ফিরিয়ে ঢাকাকে ম্যাচে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের দরকার হয় ২৩ রান। হাতে তাদের ৫ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা সেই চূড়ান্ত ওভারের প্রথম তিন বলে ১২ রান তুলে নেয় সিলেট। যেখানে ছক্কা, চার ও সিঙ্গেলে ১১ রান নেন সামিউল্লাহ শিনওয়ারি।
শেষ ৩ বলে সিলেটের যখন ১১ রান দরকার, তখন আবার ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ওভারের চতুর্থ বলে আরিফুলকে কট এন্ড বোল্ড করে সিলেটকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেন মোস্তাফিজ। রুয়েল মিয়া ইনিংসের শেষ বলে চার মারলেও সেটা হারের ব্যবধানই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্সের ইনিংস। ৪৪ বলে ৬৮ রান করা রনি তালুকদার ম্যাচে সিলেটের সর্বোচ্চ স্কোরার। মেরেছেন ৯ চার।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ৪ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ব্যাটিংয়ে ছয় নম্বরে নেমে ১৭ বলে ৩টি করে ছক্কা ও চারে করেছেন ৩৭ রান। পেরেরার পাশাপাশি মোস্তাফিজও নিয়েছেন ২ উইকেট। তবে মোস্তাফিজ ৪ ওভারে ৪৬ রান খরচ করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ঢাকা ক্যাপিটালস। শুরুটা টি-টোয়েন্টি সুলভ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছে দলটি।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৯৬ রান। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন লিটন দাস। ৪৮ বলের ইনিংসে ৪টি করে ছক্কা ও চার মেরেছেন তিনি। সিলেটের শিনওয়ারি, টিপু সুলতান দুটি করে উইকেট পেয়েছেন।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গত ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট স্ট্রাইকার্স। ভেন্যু বদলাতেই এবার পাল্টে গেল ম্যাচের ফল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ প্রতিশোধ নিল ঢাকা।
টানা দুই ম্যাচ জিতে সিলেট স্ট্রাইকার্স ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল। তবে সিলেটের ভক্ত-সমর্থকদের আশা হতাশায় রূপ নিতে সময় লাগেনি। টানা তিন ম্যাচ হারল আরিফুল হকের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শেষ মুহূর্তে আশা জাগিয়েও সিলেট ৬ রানে হেরেছে ঢাকার কাছে। ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে সিলেট পয়েন্ট তালিকার সাত নম্বরে নেমে গেছে। সমান ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে ঢাকা। তবে ঢাকার হাতে বাকি মাত্র তিন ম্যাচ।
১৯৭ রানের লক্ষ্যে নেমে ৪.৩ ওভারে ২ উইকেটে ৩২ রানে পরিণত হয় সিলেট স্ট্রাইকার্স। দুই টপ অর্ডার ব্যাটার জর্জ মানসি (৩) ও জাকির হাসান (৮) আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তৃতীয় উইকেটে এরপর ৫৬ বলে ৮০ রানের জুটি গড়তে অবদান রাখেন রনি তালুকদার ও অ্যারন জোনস। তবে এই দুইজনই জুটি গড়ার পর দ্রুত বিদায় নিয়েছেন। ২ উইকেটে ১১২ রান থেকে মুহূর্তেই সিলেটের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ১২৭ রান।
হাতে ৬ উইকেট নিয়ে শেষ ২৭ বলে ৭০ রান প্রয়োজন হয় সিলেট স্ট্রাইকার্সের। পঞ্চম উইকেটে ১৯ বলে ৪২ রানের বিধ্বংসী জুটি গড়েন জাকের আলী অনিক ও আরিফুল। ১৩ বলে ২৮ রান করা জাকেরকে ফিরিয়ে ঢাকাকে ম্যাচে ফেরান মুকিদুল ইসলাম মুগ্ধ। শেষ ওভারে সিলেট স্ট্রাইকার্সের দরকার হয় ২৩ রান। হাতে তাদের ৫ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা সেই চূড়ান্ত ওভারের প্রথম তিন বলে ১২ রান তুলে নেয় সিলেট। যেখানে ছক্কা, চার ও সিঙ্গেলে ১১ রান নেন সামিউল্লাহ শিনওয়ারি।
শেষ ৩ বলে সিলেটের যখন ১১ রান দরকার, তখন আবার ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ ওভারের চতুর্থ বলে আরিফুলকে কট এন্ড বোল্ড করে সিলেটকে ম্যাচ থেকে এক রকম ছিটকে দেন মোস্তাফিজ। রুয়েল মিয়া ইনিংসের শেষ বলে চার মারলেও সেটা হারের ব্যবধানই কমাতে পেরেছে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯০ রানে থেমে যায় সিলেট স্ট্রাইকার্সের ইনিংস। ৪৪ বলে ৬৮ রান করা রনি তালুকদার ম্যাচে সিলেটের সর্বোচ্চ স্কোরার। মেরেছেন ৯ চার।
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ৪ ওভারে ৩১ রানে নেন ২ উইকেট। ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ধরেছেন। ব্যাটিংয়ে ছয় নম্বরে নেমে ১৭ বলে ৩টি করে ছক্কা ও চারে করেছেন ৩৭ রান। পেরেরার পাশাপাশি মোস্তাফিজও নিয়েছেন ২ উইকেট। তবে মোস্তাফিজ ৪ ওভারে ৪৬ রান খরচ করেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় ঢাকা ক্যাপিটালস। শুরুটা টি-টোয়েন্টি সুলভ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়েছে দলটি।নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ১৯৬ রান। ইনিংস সর্বোচ্চ ৭০ রান করেন লিটন দাস। ৪৮ বলের ইনিংসে ৪টি করে ছক্কা ও চার মেরেছেন তিনি। সিলেটের শিনওয়ারি, টিপু সুলতান দুটি করে উইকেট পেয়েছেন।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৪ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৪ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে