প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও।
গ্রিন পার্কে চতুর্থ দিন ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি। তবে ১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনেও পিছিয়ে বাংলাদেশ। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে।
ওপেনার সাদমান ইসলাম ৭ ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক রানের খাতা খোলার অপেক্ষায় আছেন দ্বিতীয় ইনিংসে। জাকির হাসান ১০ ও হাসান মাহমুদকে এরই মধ্যে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আগামীকাল শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
তার আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ভারত খেলল ‘বাজবল’। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে মুমিনুল তুলে নিয়েছেন ১৩ তম টেস্ট সেঞ্চুরি (১০৭)। তারপর মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওভারপ্রতি স্বাগতিকেরা রান তুলেছে ৮.২২ হারে। যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মারা যেভাবে শুরু করেছিলেন যেন টি-টেন লিগ কিংবা কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে কানপুরে।
৩ ওভারে ফিফটি, ১০. ১ ওভারে দলীয় শতক ভারতের! ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতে বাকি রইল না, এই ম্যাচের ইতিবাচক ফলই চায় তারা। এ জন্য দ্রুত রান তোলা এবং ৫২ রানের লিড নিয়ে বাংলাদেশকে আবারও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠানো। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারা।
নিজেদের মাঠে বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে, চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা আরও মসৃণ হবে ভারতের। জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা যেভাবে ব্যাটিং করেছেন, বড়সড় লিডের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বাংলাদেশ। শেষ ৪০ রানে ভারতের ৫টি উইকেট ফেরায় সফরকারীরা।
রোহিত ১১ বলে ২৩, জয়সওয়াল ৫১ বলে ৭২, কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ ৪৩ বলে ৬৮ রান করেছেন। ২৮৫ রানে ৯ উইকেট পড়ার পর অলআউট হতে চাননি রোহিত, ঘোষণা দিলেন ইনিংস। ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ দুজনেই।
প্রথম দিনের ৩৫ ওভারের পর দুই দিনের বেশি সময় খেলা হয়নি বৃষ্টির প্রভাবে। না হওয়া আড়াই দিনের খেলা এক দিনেই পুষিয়ে দিল বাংলাদেশ ও ভারত। কানপুর টেস্ট এখন শেষ দিনের রোমাঞ্চে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে ফল আসারও।
গ্রিন পার্কে চতুর্থ দিন ছিল উইকেট বৃষ্টি আর ছক্কা-চারের ফুলঝুরি। তবে ১২ ছক্কা, ১৮ উইকেট, ৪৩৭ রানের দিনেও পিছিয়ে বাংলাদেশ। ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬ রানে দিন শেষ করেছে সফরকারীরা। স্বাগতিকেরা এখনো এগিয়ে ২৬ রানে।
ওপেনার সাদমান ইসলাম ৭ ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক রানের খাতা খোলার অপেক্ষায় আছেন দ্বিতীয় ইনিংসে। জাকির হাসান ১০ ও হাসান মাহমুদকে এরই মধ্যে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। আগামীকাল শেষ দিন দায়িত্ব নিয়ে ব্যাটিং করলে হয়তো অন্তত হারবে না বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো ধসে পড়লে ধবলধোলাই এড়ানো কঠিনই হবে শান্তদের।
তার আগে বাংলাদেশকে প্রথম ইনিংসে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ভারত খেলল ‘বাজবল’। সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে মুমিনুল তুলে নিয়েছেন ১৩ তম টেস্ট সেঞ্চুরি (১০৭)। তারপর মাত্র ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ওভারপ্রতি স্বাগতিকেরা রান তুলেছে ৮.২২ হারে। যশস্বী জয়সওয়াল-রোহিত শর্মারা যেভাবে শুরু করেছিলেন যেন টি-টেন লিগ কিংবা কোনো টি-টোয়েন্টি ম্যাচ চলছে কানপুরে।
৩ ওভারে ফিফটি, ১০. ১ ওভারে দলীয় শতক ভারতের! ব্যাটিংয়ের ধরন দেখে বুঝতে বাকি রইল না, এই ম্যাচের ইতিবাচক ফলই চায় তারা। এ জন্য দ্রুত রান তোলা এবং ৫২ রানের লিড নিয়ে বাংলাদেশকে আবারও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে পাঠানো। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তারা।
নিজেদের মাঠে বাংলাদেশকে ধবলধোলাই করতে পারলে, চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথটা আরও মসৃণ হবে ভারতের। জয়সওয়াল, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা যেভাবে ব্যাটিং করেছেন, বড়সড় লিডের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে বাংলাদেশ। শেষ ৪০ রানে ভারতের ৫টি উইকেট ফেরায় সফরকারীরা।
রোহিত ১১ বলে ২৩, জয়সওয়াল ৫১ বলে ৭২, কোহলি ৩৫ বলে ৪৭, লোকেশ ৪৩ বলে ৬৮ রান করেছেন। ২৮৫ রানে ৯ উইকেট পড়ার পর অলআউট হতে চাননি রোহিত, ঘোষণা দিলেন ইনিংস। ৪টি করে উইকেট নিয়েছেন সাকিব ও মিরাজ দুজনেই।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৬ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৭ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৭ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
৭ ঘণ্টা আগে