ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে দারুণ সময় পার করছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজে গোল পাচ্ছেন, দলকে জেতাচ্ছেন।
এত কিছুর পরও ম্যানইউ সমর্থকদের মন খারাপ হতে পারে! ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের এক মাস পেরোতেই রোনালদোকে নিয়ে দলের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। পর্তুগিজ মহাতারকার ওপর নাকি ভালোই চটেছেন তাঁর সতীর্থরা।
জানা গেছে, রোনালদোর ওপর লুক শ-পল পগবাদের রাগের কারণ খাবারের মেন্যু। ম্যানইউয়ের ক্যান্টিনে নাকি শুধু সিআরসেভেনের পছন্দের খাবার পাওয়া যাচ্ছে। আর তাই দলের অন্য সদস্যদেরও একই খাবার খেতে হচ্ছে।
পাঁচবার ব্যালন ডি’অর জেতা রোনালদো বরাবরই স্বাস্থ্য সচেতন। আজেবাজে খাবার থেকে দূরে থাকার চেষ্টা করেন তিনি। নিজেকে ফিট রাখতে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাবার বেশি রাখেন রোনালদো। সে কারণেই ৩৭ ছুঁই ছুঁই বয়সেও কুড়ি বছরের তরুণ মনে হয় তাঁকে।
ম্যানইউতে আসার পর খাবারের মেন্যুতে অক্টোপাস ও পর্তুগিজ খাবার ‘বালকাহু’ যোগ করতে বলেছেন রোনালদো। সেই খাবার এখন ক্লাব ক্যান্টিনেও পাওয়া যাচ্ছে। আর এগুলো সতীর্থদেরও খেতে অনুরোধ করেছেন তিনি।
ঝামেলা বেঁধেছে এখানেই। রোনালদোর প্রিয় খাবারগুলোকে ‘অখাদ্য’ মনে হচ্ছে ডেভিড দি হিয়া-হ্যারি ম্যাগুয়ারদের। দলের অনেকেই সেই খাবার খেতে পারছেন না। অক্টোপাস নিয়েই নাকি ঝামেলাটা বেশি হচ্ছে।
ম্যানইউয়ের অধিকাংশ ফুটবলার নিজেদের পছন্দের খাবার বদলাতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক সদস্য বলেছেন, ‘ক্রিস্টিয়ানোর মেন্যুতে প্রোটিন থাকে। হ্যাম, ডিম, অক্টোপাস নিয়মিত দেখা যায়। কিন্তু বাকিরা কিছুতেই সেই খাবার খেতে চায় না। রোনালদোর অনুরোধে কয়েকজন পর্তুগিজ খাবার খেয়েছিল। কিন্তু তারা খুব হতাশ।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
৪৪ মিনিট আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
২ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৬ ঘণ্টা আগে