ঢাকা: করোনা আতঙ্কে কাল বন্ধ হয়ে গেছে আইপিএল। আইপিএল বন্ধ হয়ে গেলেও দ্রুত দেশে ফিরতে পারবেন না বিদেশি খেলোয়াড়রা। ভারত থেকে নিজ নিজ দেশে ফিরতে সবাইকে যেতে হবে কঠিন নিয়মনীতির মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে আছে অস্ট্রেলিয়া সরকার। খেলোয়াড়দের দেশে ফেরাতে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন ।
অ্যাডাম জাম্পা-অ্যান্ড্রু টাইরা ভয়াবহতা আঁচ করতে পেরে আগেই আইপিএল ছেড়ে গেছেন। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারসহ এখনো অনেকেই আটকে আছেন ভারতে। করোনা আতঙ্কে আগামী ১৫মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন জারি করেছেন নতুন নিয়ম। এই মুহূর্তে দেশের বাইরে থেকে কোনোভাবে দেশে ডুকে পড়লে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানাসহ পাঁচ বছরের জেল। করোনার তৃতীয় ঢেউ যেন অস্ট্রেলিয়ায় আছড়ে পড়তে না পারে এবং দেশের মানুষকে নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।
অস্টেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন মাইকেল স্ল্যাটার। আইপিএলে ধারাভাষ্য দিতে আসা স্ল্যাটার দেশে ফিরতে না পেরে এই মুহূর্তে আছেন মালদ্বীপে। টুইটারে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত অবমাননাকর। আপনার সাহস কী করে হয় অস্ট্রেলীয় নাগরিকদের এভাবে তাচ্ছিল্য করার!’ যদিও স্ল্যাটারের এমন কথাবার্তাকে ভিত্তিহীন বলছেন মরিসন।
খেলোয়াড়দের দেশে ফেরা নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের এসব জটিলতার বিষয়ে অবগত আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, ‘এটা ঠিক যে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের দেশে ফেরার সমস্যা অন্যদের চেয়ে বেশি। আমরা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। পাশাপাশি সব দেশের সরকারের সঙ্গে কেন্দ্র সরকার ও বিসিসিআই যোগাযোগ রেখে চলেছে। এত বিদেশিদের ভিসা থেকে শুরু করে প্রতিটি দেশের নিয়মমাফিক বিমানের ব্যবস্থা করতে কিছুদিন সময় লাগবেই। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সবার দেশে ফেরার ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারব।’
প্যাটেল আরও যোগ করেছেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও বাকিদের দেশে ফেরানোর জন্য তাদের ক্রিকেট বোর্ড খুবই উদ্বিগ্ন। সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। যদি ১৫ মের পর ওরা দেশের ফেরার অনুমতি পায় তাহলে সেটাই মানতে হবে। তত দিন পর্যন্ত তাঁদের দেখশোনার দায়িত্ব নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি নেবে।’
ঢাকা: করোনা আতঙ্কে কাল বন্ধ হয়ে গেছে আইপিএল। আইপিএল বন্ধ হয়ে গেলেও দ্রুত দেশে ফিরতে পারবেন না বিদেশি খেলোয়াড়রা। ভারত থেকে নিজ নিজ দেশে ফিরতে সবাইকে যেতে হবে কঠিন নিয়মনীতির মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে আছে অস্ট্রেলিয়া সরকার। খেলোয়াড়দের দেশে ফেরাতে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন ।
অ্যাডাম জাম্পা-অ্যান্ড্রু টাইরা ভয়াবহতা আঁচ করতে পেরে আগেই আইপিএল ছেড়ে গেছেন। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারসহ এখনো অনেকেই আটকে আছেন ভারতে। করোনা আতঙ্কে আগামী ১৫মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন জারি করেছেন নতুন নিয়ম। এই মুহূর্তে দেশের বাইরে থেকে কোনোভাবে দেশে ডুকে পড়লে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানাসহ পাঁচ বছরের জেল। করোনার তৃতীয় ঢেউ যেন অস্ট্রেলিয়ায় আছড়ে পড়তে না পারে এবং দেশের মানুষকে নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।
অস্টেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন মাইকেল স্ল্যাটার। আইপিএলে ধারাভাষ্য দিতে আসা স্ল্যাটার দেশে ফিরতে না পেরে এই মুহূর্তে আছেন মালদ্বীপে। টুইটারে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত অবমাননাকর। আপনার সাহস কী করে হয় অস্ট্রেলীয় নাগরিকদের এভাবে তাচ্ছিল্য করার!’ যদিও স্ল্যাটারের এমন কথাবার্তাকে ভিত্তিহীন বলছেন মরিসন।
খেলোয়াড়দের দেশে ফেরা নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের এসব জটিলতার বিষয়ে অবগত আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, ‘এটা ঠিক যে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের দেশে ফেরার সমস্যা অন্যদের চেয়ে বেশি। আমরা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। পাশাপাশি সব দেশের সরকারের সঙ্গে কেন্দ্র সরকার ও বিসিসিআই যোগাযোগ রেখে চলেছে। এত বিদেশিদের ভিসা থেকে শুরু করে প্রতিটি দেশের নিয়মমাফিক বিমানের ব্যবস্থা করতে কিছুদিন সময় লাগবেই। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সবার দেশে ফেরার ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারব।’
প্যাটেল আরও যোগ করেছেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও বাকিদের দেশে ফেরানোর জন্য তাদের ক্রিকেট বোর্ড খুবই উদ্বিগ্ন। সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। যদি ১৫ মের পর ওরা দেশের ফেরার অনুমতি পায় তাহলে সেটাই মানতে হবে। তত দিন পর্যন্ত তাঁদের দেখশোনার দায়িত্ব নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি নেবে।’
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
৪ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
৪ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৬ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৭ ঘণ্টা আগে