Ajker Patrika

ভারতেই আটকা থাকতে হচ্ছে স্মিথদের

ভারতেই আটকা থাকতে হচ্ছে স্মিথদের

ঢাকা: করোনা আতঙ্কে কাল বন্ধ হয়ে গেছে আইপিএল। আইপিএল বন্ধ হয়ে গেলেও দ্রুত দেশে ফিরতে পারবেন না বিদেশি খেলোয়াড়রা। ভারত থেকে নিজ নিজ দেশে ফিরতে সবাইকে যেতে হবে কঠিন নিয়মনীতির মধ্য দিয়ে। এর মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে আছে অস্ট্রেলিয়া সরকার। খেলোয়াড়দের দেশে ফেরাতে কোনো বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন ।

অ্যাডাম জাম্পা-অ্যান্ড্রু টাইরা ভয়াবহতা আঁচ করতে পেরে আগেই আইপিএল ছেড়ে গেছেন। স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নারসহ এখনো অনেকেই আটকে আছেন ভারতে। করোনা আতঙ্কে আগামী ১৫মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর মধ্যে প্রধানমন্ত্রী স্কট মরিসন জারি করেছেন নতুন নিয়ম। এই মুহূর্তে দেশের বাইরে থেকে কোনোভাবে দেশে ডুকে পড়লে গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানাসহ পাঁচ বছরের জেল। করোনার তৃতীয় ঢেউ যেন অস্ট্রেলিয়ায় আছড়ে পড়তে না পারে এবং দেশের মানুষকে নিরাপদে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী।

অস্টেলিয়ান সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন মাইকেল স্ল্যাটার। আইপিএলে ধারাভাষ্য দিতে আসা স্ল্যাটার দেশে ফিরতে না পেরে এই মুহূর্তে আছেন মালদ্বীপে। টুইটারে প্রধানমন্ত্রী স্কট মরিসনকে তিনি লিখেছেন, ‘এই সিদ্ধান্ত অত্যন্ত অবমাননাকর। আপনার সাহস কী করে হয় অস্ট্রেলীয় নাগরিকদের এভাবে তাচ্ছিল্য করার!’ যদিও স্ল্যাটারের এমন কথাবার্তাকে ভিত্তিহীন বলছেন মরিসন।

খেলোয়াড়দের দেশে ফেরা নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের এসব জটিলতার বিষয়ে অবগত আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেছেন, ‘এটা ঠিক যে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের দেশে ফেরার সমস্যা অন্যদের চেয়ে বেশি। আমরা প্রতিটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ রাখছি। পাশাপাশি সব দেশের সরকারের সঙ্গে কেন্দ্র সরকার ও বিসিসিআই যোগাযোগ রেখে চলেছে। এত বিদেশিদের ভিসা থেকে শুরু করে প্রতিটি দেশের নিয়মমাফিক বিমানের ব্যবস্থা করতে কিছুদিন সময় লাগবেই। আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সবার দেশে ফেরার ব্যাপারটা মিটিয়ে ফেলতে পারব।’

প্যাটেল আরও যোগ করেছেন, ‘অস্ট্রেলিয়ার খেলোয়াড় ও বাকিদের দেশে ফেরানোর জন্য তাদের ক্রিকেট বোর্ড খুবই উদ্বিগ্ন। সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে। যদি ১৫ মের পর ওরা দেশের ফেরার অনুমতি পায় তাহলে সেটাই মানতে হবে। তত দিন পর্যন্ত তাঁদের দেখশোনার দায়িত্ব নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত