Ajker Patrika

ভারত বিশ্বকাপের ভুল থেকে শিক্ষা নিতে চান বাটলার 

ভারত বিশ্বকাপের ভুল থেকে শিক্ষা নিতে চান বাটলার 

একের পর এক আইসিসি ইভেন্ট হওয়ায় ক্রিকেটারদের দম ফেলার সুযোগ খুব কম। ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ৭ মাস না পেরোতেই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে ২ জুন। ওয়ানডে বিশ্বকাপ থেকে পাওয়া শিক্ষা এবার কাজে লাগাতে চান জস বাটলার। 

বাটলারের নেতৃত্বে ইংল্যান্ড ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে পাকিস্তানকে হারিয়ে। দেড় বছর পর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংলিশদের জন্য শিরোপা রক্ষার মিশন। গত বছরও বাটলারের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়েছিল ইংল্যান্ড। তবে সেবার ৯ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে সাতে থেকে বিশ্বকাপ শেষ করে ইংলিশরা। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গেলে সেটা উল্টো বুমেরাং হয়ে ফেরে বাটলারের নেতৃত্বাধীন দলের দিকে। 

ইংল্যান্ড যেমন ব্যর্থ ছিল ওয়ানডে বিশ্বকাপে, তেমনি বাটলারও ছিলেন মলিন। ১৫.৩৩ গড় ও ৯৭.১৮ স্ট্রাইকরেটে করেন ১৩৮ রান। ছিল না কোনো ফিফটিও। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রসঙ্গ এনেছেন বাটলার। স্কাই স্পোর্টসে ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমরা সত্যিই বলতে বেশি ভালো খেলিনি। আমার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে স্বাধীনতার সঙ্গে স্বচ্ছতার বিষয়টি গুলিয়ে ফেলা যাবে না। মাঝেমধ্যে আপনারা চেষ্টা করেন যাতে খেলোয়াড়েরা স্বাধীনতা নিয়ে খেলে। আপনারা এক্ষেত্রে তেমন একটা এগোতেও চান না। কোনো জিনিস যে আপনারা মিস করতে চান না, এই দিকটাও তো ভাবতে হবে।’ 

২০২৪ আইপিএল শেষ হয়েছে চলতি সপ্তাহের ২৬ মে। রানবন্যার আইপিএলে সর্বোচ্চ ২৮৭ রানের স্কোর সানরাইজার্স হায়দরাবাদ করেছে এবারই। রাজস্থান রয়্যালসের জার্সিতে বাটলার দুই সেঞ্চুরিতে করেন ৩৫৯ রান। তবে বাটলারের মতে টি-টোয়েন্টিতে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘মাঝেমধ্যে টি-টোয়েন্টিতে আপনাকে ২০০ রানের বেশি স্কোর করতে হবে। কিছু কিছু ম্যাচে আপনাকে কিছুটা ধীরগতিতে খেলতে হবে। তখন ১৪০ রান আটকানোর চেষ্টা করতে হবে। কয়েকটা উইকেটে বল পিচে আটকে থাকে। ব্যাটিং করা তখন কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত