নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট ছিল প্রশংসিত। স্পোর্টিং উইকেটের প্রশংসা করেছেন কোচ-খেলোয়াড় সবাই। কিন্তু আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, সেটা নিয়েও চলছে আলোচনা।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে উইকেটে খেলা হয়েছে, তেমনই হবে। তবুও বিসিবি প্রধানের বক্তব্যে একটা অস্পষ্টতা থেকেই যায়, বিপিএলে স্পোর্টিং উইকেটে খেলা হলেও এর কিছুদিন আগেই ভারত সিরিজে দেখা গেছে সেই মরা উইকেট।
আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ইংল্যান্ডের ক্ষেত্রে এটা (নিজেদের কন্ডিশন অনুযায়ী উইকেট) কাজে দেবে না। মনে রাখতে হবে, ওরা চ্যাম্পিয়ন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। যেকোনো কন্ডিশনে খেলতে তাদের সেই খেলোয়াড়, প্রস্তুতি, শক্তি আছে তাদের। স্পিন উইকেট করলে তারা এতে শক্তিশালী, পেস সহায়ক করলে পেসেও শক্তিশালী। আমরা মনে হয়, সাম্প্রতিক সময়ে যে ধরনের উইকেটে খেলে আসছি, তেমনই হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের সঙ্গে যে উইকেটে খেলেছি। খুব বেশি স্পিনসহায়ক করলে সুবিধা করতে পারব না। আবার পেস সহায়ক করেও পারা যাবে না। মাঝামাঝিতে যাওয়াই ভালো হবে।’
পাপন জানালেন, উইকেট হবে অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত অনুযায়ী। তিনি বলেছেন, ‘এ সিদ্ধান্ত নিতে কোচের চেয়ে অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি। দল দেওয়ার পর কোচের সঙ্গে কথা বলে উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত জানায় অধিনায়ক। আমার ধারণা, অস্বাভাবিক কোনো উইকেটে আমরা যাব না। যেমন উইকেটে আমরা খেলে এসেছি, এমনই হবে।’
বাংলাদেশ দলের জন্য সহকারী কোচ খোঁজ করার কথা জানিয়েছিল বিসিবি। আজ সভাপতি বললেন, ‘আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যারাই আগ্রহী, তারা আবেদন করবেন। সাধারণত এ ধরনের বিজ্ঞাপনে বিদেশিরা আবেদন করে। এবার চাই দেশি আগ্রহীরা যেন আবেদন করে। অনেক কথাবার্তা বলে কিন্তু আবেদন করে না। এই পজিশনে হলে তো হলো, না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দিতে। যেন ভবিষ্যতে এখানে আসতে পারে।’
বিপিএলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের উইকেট ছিল প্রশংসিত। স্পোর্টিং উইকেটের প্রশংসা করেছেন কোচ-খেলোয়াড় সবাই। কিন্তু আগামী মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের উইকেট কেমন হবে, সেটা নিয়েও চলছে আলোচনা।
তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে যে উইকেটে খেলা হয়েছে, তেমনই হবে। তবুও বিসিবি প্রধানের বক্তব্যে একটা অস্পষ্টতা থেকেই যায়, বিপিএলে স্পোর্টিং উইকেটে খেলা হলেও এর কিছুদিন আগেই ভারত সিরিজে দেখা গেছে সেই মরা উইকেট।
আজ সন্ধ্যায় সংবাদমাধ্যমকে পাপন বলেন, ‘ইংল্যান্ডের ক্ষেত্রে এটা (নিজেদের কন্ডিশন অনুযায়ী উইকেট) কাজে দেবে না। মনে রাখতে হবে, ওরা চ্যাম্পিয়ন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। যেকোনো কন্ডিশনে খেলতে তাদের সেই খেলোয়াড়, প্রস্তুতি, শক্তি আছে তাদের। স্পিন উইকেট করলে তারা এতে শক্তিশালী, পেস সহায়ক করলে পেসেও শক্তিশালী। আমরা মনে হয়, সাম্প্রতিক সময়ে যে ধরনের উইকেটে খেলে আসছি, তেমনই হবে। উদাহরণ হিসেবে বলা যায়, ভারতের সঙ্গে যে উইকেটে খেলেছি। খুব বেশি স্পিনসহায়ক করলে সুবিধা করতে পারব না। আবার পেস সহায়ক করেও পারা যাবে না। মাঝামাঝিতে যাওয়াই ভালো হবে।’
পাপন জানালেন, উইকেট হবে অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত অনুযায়ী। তিনি বলেছেন, ‘এ সিদ্ধান্ত নিতে কোচের চেয়ে অধিনায়কের গুরুত্বপূর্ণ ভূমিকা বেশি। দল দেওয়ার পর কোচের সঙ্গে কথা বলে উইকেটের ব্যাপারে সিদ্ধান্ত জানায় অধিনায়ক। আমার ধারণা, অস্বাভাবিক কোনো উইকেটে আমরা যাব না। যেমন উইকেটে আমরা খেলে এসেছি, এমনই হবে।’
বাংলাদেশ দলের জন্য সহকারী কোচ খোঁজ করার কথা জানিয়েছিল বিসিবি। আজ সভাপতি বললেন, ‘আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যারাই আগ্রহী, তারা আবেদন করবেন। সাধারণত এ ধরনের বিজ্ঞাপনে বিদেশিরা আবেদন করে। এবার চাই দেশি আগ্রহীরা যেন আবেদন করে। অনেক কথাবার্তা বলে কিন্তু আবেদন করে না। এই পজিশনে হলে তো হলো, না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দিতে। যেন ভবিষ্যতে এখানে আসতে পারে।’
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে