Ajker Patrika

বিসিবির বিশেষ ছাড়ের পরও বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টে দর্শকখরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের গ্যালারি খাঁ খাঁ করছে। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেও চট্টগ্রামের গ্যালারি খাঁ খাঁ করছে। ছবি: আজকের পত্রিকা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট সেভাবে দর্শকদের টানতে পারেনি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেও গ্যালারি খাঁ খাঁ করছিল। এবার দর্শক টানতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চট্টগ্রামে গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে এক বিজ্ঞপ্তিতে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছে বিসিবি। বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন থেকে স্কুল শিক্ষার্থীরা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিনা মূল্যে খেলা দেখতে পারবেন।’ সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের জন্য সহজ শর্ত দিয়েছে বিসিবি। বিনা মূল্যে খেলা দেখতে হলে শিক্ষার্থীদের নিজ নিজ স্কুল ইউনিফর্ম পরে আসতে হবে। সঙ্গে থাকতে হবেএকটি বৈধ স্কুল আইডি কার্ড। আজ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা পেরোনোর পরও মাঠে সেই অর্থে দর্শক চোখে পড়ছে না। হাতেগোনা কয়েকজন শিক্ষার্থী খেলা দেখতে এসেছেন বলে জানা গেছে।

প্রথম দিনের সঙ্গে আরও ৪০-৫০ রান জিম্বাবুয়ে যোগ করতে চেয়েছিল। তবে আজ দ্বিতীয় দিনে সফরকারীদের সেই আশা পূরণ হতে দেননি তাইজুল ইসলাম। ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে জিম্বাবুয়ের ইনিংসের ইতি টেনেছেন তাইজুল। তাতে ৯০.১ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। তাইজুল ২৭.১ ওভারে ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন। টেস্টে এই নিয়ে আটবার ইনিংসে ৬ বা বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়লেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার।

দ্বিতীয় দিনের প্রথম দিনেই জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে  বাংলাদেশ। ছবি: বিসিবি
দ্বিতীয় দিনের প্রথম দিনেই জিম্বাবুয়েকে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেটে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ড্র করলেই জিম্বাবুয়ে সিরিজ জিতবে। আর বাংলাদেশের জন্য এই ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৩ রান করেছে বাংলাদেশ। সাদমান ইসলাম ও এনামুল হক বিজয় ২৭ ও ১৮ রানে ব্যাটিং করছেন। যদি এভাবে সাবলীল ব্যাটিং স্বাগতিকেরা করতে পারে, তাতে হয়তো দর্শকেরা মাঠে এসে খেলা দেখতে আগ্রহী হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত