Ajker Patrika

বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের লিড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ মে ২০২২, ১৩: ৫১
বিপর্যয় কাটিয়ে বাংলাদেশের লিড

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে বাংলাদেশ। ২৩ রানে চার ব্যাটারকে হারিয়ে চতুর্থ দিন শেষ করা স্বাগতিকদের সামনে ইনিংস হারের শঙ্কা ছিল। তবে লিটন দাস ও সাকিব আল হাসানের দারুণ প্রতিরোধী জুটিতে আপাতত স্বস্তিতে মুমিনুল হকের দল।

আজ ঢাকা টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৪৯ রান। স্বাগতিকদের লিড ৮ রান। উইকেটে ৪৮ রান করে ফিফটির অপেক্ষায় থাকা লিটনের সঙ্গী সাকিবের সংগ্রহ ৫২ রান। 

দিনের শুরুর ঘণ্টাটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। দারুণ শুরুও হয়েছিল আগের দিনের অপরাজিত মুশফিকুর রহিম ও লিটনের ব্যাটে। কিন্তু জুটি থিতু হওয়ার আগেই ফিরতে হয় মুশফিককে। আজ ৩৬ মিনিট উইকেটে ছিলেন তিনি। ২৩ রান করে কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। 

ষষ্ঠ উইকেটের জুটিতে লিটনকে দারুণ সঙ্গ দেন সাকিব। শুরু থেকে শট খেলেন বাঁহাতি ব্যাটার। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের লিড মধ্যাহ্নবিরতির আগেই পেরিয়ে যান তাঁরা। দ্রুত রান তোলার পাশাপাশি উইকেটও আগলে রাখেন লিটন-সাকিবরা। দিনের শুরু থেকে উইকেটে ভালোই টার্ন পাচ্ছিলেন লঙ্কান স্পিনাররা। তবে এই জুটিকে খুব একটা বিপাকে ফেলতে পারেননি তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত