নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেঞ্চুরিয়নের শুরুতে ধরে খেলেছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তুললেও পরে সেটা পুষিয়ে দিয়েছিলেন ব্যাটাররা। তবে জোহানেসবার্গে প্রথম ম্যাচের চিত্র ফিরিয়ে আনতে পারল না বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে তারা।
ওপেনার তামিম ইকবালের পর সাকিব আল হাসান ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান।
আগের ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটার তামিম-লিটন দাস। তবে এবার শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তামিমকে (১) ফেরান লুঙ্গি এনগিডি। তিনে এসে ৬ বল খেলে কোনো রান করার আগেই কাগিসো রাবাদার শিকারে পরিণত হন সাকিব।
৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে পথ দেখানোর আভাস দেন লিটন ও মুশফিকুর রহিম। তবে দুজনের ১৫ রানের জুটি ভাঙলে সেই আশাও শেষ হয়। এই জুটি ভাঙেন পেসার কাগিসো রাবাদা। ২১ বলে ৩ চারে ১৫ রান করা লিটনকে ফেরান তিনি।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। রাবাদার তৃতীয় শিকার হয়ে কেশভ মহারাজের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ২ রান করে ফেরেন তিনি। উইকেট যাওয়ার মিছিলে যোগ দেন মুশফিকও। ১২ রানে মুশফিককে ফিরিয়েছেন মার্কো ইয়ানসেনের জায়গায় আজ একাদশে ঢোকা বাঁহাতি পেসার ওয়েইন পারনেল।
সেঞ্চুরিয়নের শুরুতে ধরে খেলেছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তুললেও পরে সেটা পুষিয়ে দিয়েছিলেন ব্যাটাররা। তবে জোহানেসবার্গে প্রথম ম্যাচের চিত্র ফিরিয়ে আনতে পারল না বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে তারা।
ওপেনার তামিম ইকবালের পর সাকিব আল হাসান ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান।
আগের ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটার তামিম-লিটন দাস। তবে এবার শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তামিমকে (১) ফেরান লুঙ্গি এনগিডি। তিনে এসে ৬ বল খেলে কোনো রান করার আগেই কাগিসো রাবাদার শিকারে পরিণত হন সাকিব।
৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে পথ দেখানোর আভাস দেন লিটন ও মুশফিকুর রহিম। তবে দুজনের ১৫ রানের জুটি ভাঙলে সেই আশাও শেষ হয়। এই জুটি ভাঙেন পেসার কাগিসো রাবাদা। ২১ বলে ৩ চারে ১৫ রান করা লিটনকে ফেরান তিনি।
লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। রাবাদার তৃতীয় শিকার হয়ে কেশভ মহারাজের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ২ রান করে ফেরেন তিনি। উইকেট যাওয়ার মিছিলে যোগ দেন মুশফিকও। ১২ রানে মুশফিককে ফিরিয়েছেন মার্কো ইয়ানসেনের জায়গায় আজ একাদশে ঢোকা বাঁহাতি পেসার ওয়েইন পারনেল।
ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১০ মিনিট আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
২ ঘণ্টা আগেবাংলাদেশি পাসপোর্ট এখনো হাতে পাননি প্রবাসী ফুটবলার সমিত সোম। কিন্তু এর আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ছাড়পত্র পেয়ে গেলেন তিনি।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
৩ ঘণ্টা আগে