Ajker Patrika

৫০ রানের আগেই ৫ উইকেট নেই বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৫: ২৫
৫০ রানের আগেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সেঞ্চুরিয়নের শুরুতে ধরে খেলেছিল বাংলাদেশ। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩৩ রান তুললেও পরে সেটা পুষিয়ে দিয়েছিলেন ব্যাটাররা। তবে জোহানেসবার্গে প্রথম ম্যাচের চিত্র ফিরিয়ে আনতে পারল না বাংলাদেশ। ১০ ওভারের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুঁকছে তারা। 

ওপেনার তামিম ইকবালের পর সাকিব আল হাসান ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭ রান। 

আগের ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই উদ্বোধনী ব্যাটার তামিম-লিটন দাস। তবে এবার শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসে তৃতীয় ওভারের দ্বিতীয় বলে তামিমকে (১) ফেরান লুঙ্গি এনগিডি। তিনে এসে ৬ বল খেলে কোনো রান করার আগেই কাগিসো রাবাদার শিকারে পরিণত হন সাকিব। 

৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে চাপে পড়ার পর দলকে পথ দেখানোর আভাস দেন লিটন ও মুশফিকুর রহিম। তবে দুজনের ১৫ রানের জুটি ভাঙলে সেই আশাও শেষ হয়। এই জুটি ভাঙেন পেসার কাগিসো রাবাদা। ২১ বলে ৩ চারে ১৫ রান করা লিটনকে ফেরান তিনি। 

লিটনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। রাবাদার তৃতীয় শিকার হয়ে কেশভ মহারাজের হাতে ক্যাচ দিয়ে ১৪ বলে ২ রান করে ফেরেন তিনি। উইকেট যাওয়ার মিছিলে যোগ দেন মুশফিকও। ১২ রানে মুশফিককে ফিরিয়েছেন মার্কো ইয়ানসেনের জায়গায় আজ একাদশে ঢোকা বাঁহাতি পেসার ওয়েইন পারনেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত