Ajker Patrika

মেসিই জিতবেন ব্যালন ডি’অর, বলছেন মার্তিনেজ 

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২: ১৬
মেসিই জিতবেন ব্যালন ডি’অর, বলছেন মার্তিনেজ 

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই প্রশংসায় ভাসছেন লিওনেল মেসি। একের পর এক পুরস্কারও পেয়ে চলেছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের ক্যাবিনেটে পুরস্কার আরও বাড়বে বলে মনে করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। 

২০২৩ এর ব্যালন ডি’অরে মনোনয়ন পাওয়া ৩০ ফুটবলারের নাম ঘোষণা করা হয় গত ৬ সেপ্টেম্বর। তাঁদের মধ্যে আছেন মেসি, মার্তিনেজ, আর্লিং হালান্ড, করিম বেনজেমা, হুলিয়ান আলভারেজ, কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলারদের। তবে ব্যালন ডি অর পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মেসি ও হালান্ডের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলেই অনেকে মনে করেন। গত মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন এই দুই তারকা ফুটবলার। গত বছর লুসাইলে অধরা বিশ্বকাপ জেতেন মেসি। একই সঙ্গে জেতেন গোল্ডেন বলের পুরস্কার। এরপর এ বছর জিতেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে লিগ ওয়ান শিরোপা। আর হালান্ড ম্যানচেস্টার সিটিতে গত মৌসুমে এসে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়নস লিগ-সিটির জার্সিতে জেতেন ট্রেবল। ম্যান সিটিরও তা প্রথম ট্রেবল। 

অন্যদিকে কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতেছেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপে অতন্দ্র প্রহরীর মতো আর্জেন্টিনার দুর্গ সামলেছেন তিনি। তাছাড়া প্রথম ফুটবলার হিসেবে এক মৌসুমে কোয়াড্রুপল জিতেছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ—এই চারটি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। তবে কে জিতবেন ব্যালন ডি’অর, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন মার্তিনেজ। আর্জেন্টিনার গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক বলেন, মার্তিনেজ বলেন, ‘আমরা জানি, কে ব্যালন ডি’অর জিতবেন। আমার সতীর্থ মেসি। সেটা আমার জন্য খুবই গর্বের হবে।’ 

২০২২ ব্যালন ডি’অর জিতেছেন করিম বেনজেমা। আর মেসি সর্বশেষ জিতেছেন ২০২১ ব্যালন ডি’অর। সর্বোচ্চ ৭টি ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। পাঁচবার জিতে দ্বিতীয় স্থানে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত