Ajker Patrika

খালেদের ভুলে ‘বেঁচে’ যাওয়া কোহলির নতুন রেকর্ড   

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫৭
খালেদের ভুলে ‘বেঁচে’ যাওয়া কোহলির নতুন রেকর্ড   

বিরাট কোহলি বাঁচার আশা প্রায়ই ছেড়ে দিয়েছেন। কারণ খালেদ আহমেদের হাতে অফুরন্ত সময় ছিল রান আউট করার। তবে খালেদ যেটা করেছেন সেটা রীতিমতো চোখ কপালে ওঠার মতো। এই সুযোগ কাজে লাগিয়ে নতুন এক রেকর্ড গড়েন কোহলি। 

ভারতের প্রথম ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। ওভারের প্রথম বলে খালেদকে ড্রাইভ করতে গেলে ইনসাইড এজ হয়ে যায় কোহলির। রানের জন্য পাগল কোহলি পিচ ছেড়ে অর্ধেক পথ বেরিয়ে আসেন। নন স্ট্রাইক প্রান্তে থাকা ঋষভ পন্ত শুরুতে হ্যাঁ বললেও পরে আবার না করেছেন। কোহলি অর্ধেক পথ বেরিয়েও আর ফেরার চেষ্টা করেননি। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা খালেদ শুধু বল রিসিভ করে লাগালেই হতো। বাংলাদেশের এই ক্রিকেটার আন্ডারআর্ম থ্রো করতে গিয়ে আর রান আউট করতে পারেননি কোহলিকে। বেঁচে যাওয়া কোহলির সঙ্গে পন্ত এরপর হাসিমুখে আলিঙ্গন করেছেন। 

২ রানে বেঁচে যাওয়া কোহলি ১৯তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি চার মেরেছেন খালেদকে। যেখানে ১৮.২ ওভারে ১৫০ রান করে টেস্টে দ্রুততম দলীয় ১৫০ রানের কীর্তি গড়ে ভারত। ৩৫ বলে ৪৭ রান করা কোহলি ফিরেছেন সাকিবের বলে। ৪ চার ও  ১ ছক্কা মেরেছেন কোহলি। এই স্কোর করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের কীর্তি গড়েন তিনি। ভারতীয় ব্যাটারের তাতে লেগেছে ৫৯৪ ইনিংস।  তাতে ভেঙেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ২৭ হাজার রান করতে খেলেছিলেন ৬২৩ ইনিংস।

ব্যাটিং কিংবা বোলিং—চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে কোনো বিভাগেই নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা হচ্ছিল। কানপুরেও সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ১৭ বলে করেছেন ৯ রান। তবে সেই ব্যর্থতা বোলিংয়ে পুষিয়ে দিচ্ছেন। শুবমান গিল, ঋষভ পন্ত দুই ব্যাটারকে ফ্লাইটের ফাঁদে ফেলে বোকা বানিয়েছেন সাকিব। দুটো ক্যাচই ধরেছেন হাসান মাহমুদ। পার্থক্য শুধু জায়গায়। গিলের ক্যাচটা হাসান ধরেছেন লংঅফে। পন্তেরটা তিনি (হাসান) নিয়েছেন লং অনে। 

জীবন পেয়ে ভয়ংকর বনে যাওয়া কোহলিকে আর ইনিংস বড় করতে দেননি সাকিব। ৩০তম ওভারের প্রথম বলে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়ে যান কোহলি। ৫৯৪ ইনিংসে ২৭০১২ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে এখন চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট কোহলির ক্যারিয়ারের ৫৩৫তম ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় কোহলির ওপরে আছেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও শচীন টেন্ডুলকার। যেখানে সবার ওপরে থাকা শচীনের রান ৩৪৩৫৭। খেলেছেন ৬৬৪ ম্যাচ। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ৭৮২ ইনিংসে।   

কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ২৩৩ রানে অলআউট হয়েছে। মুমিনুল হক একাই করেছেন ১০৭ রান। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৫ উইকেটে করেছে ২৬৯ রান। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত