Ajker Patrika

২৫০ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলার রেকর্ড

আপডেট : ০৮ জুন ২০২২, ১৮: ০০
২৫০ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলার রেকর্ড

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইতিহাস গড়েছে বাংলা। ঝাড়খন্ডের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ফিফটি করেছেন বাংলার প্রথম ৯ ব্যাটার। ২৫০ বছরের প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটা আগে কখনো দেখা যায়নি। প্রথম শ্রেণির ক্রিকেটে নির্দিষ্ট এক ইনিংসে  ৯ ব্যাটারের ফিফটিও এর আগে দেখা যায়নি। 

ফিফটি করা ৯ ব্যাটারের দুজন সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ১৮৬ রান করেন সুদীপ কুমার ঘরামি। আর অনুষ্টুপ মজুমদার করেন ১১৭। দুই সেঞ্চুরি ও ৭ ফিফটিতে রানের পাহাড় গড়েছে বাংলা। ৭ উইকেটে ৭৭৩ রান তুলে তাঁরা ইনিংস ঘোষণা করেন। ম্যাচের দুই দিনেরও বেশি সময় ব্যাটিং করে ইনিংস ঘোষণা করে বাংলা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঝাড়খন্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪৪। 

ম্যাচের ফল যা-ই হোক, প্রথম শ্রেণির ক্রিকেটে বিরল এক রেকর্ড হয়ে গেল এই ম্যাচে। এর আগে নির্দিষ্ট এক ইনিংসে ১-৭ ব্যাটারের ফিফটির ঘটনা আছে। এক ইনিংসে আট ব্যাটারও ফিফটি পেয়েছেন, সেটিও প্রায় ১৩০ বছর আগে। ১৮৯৩ সালে ইংল্যান্ড সফর করা অস্ট্রেলিয়ার একটি দল, যেটা করেছিল কেমব্রিজ-অক্সফোর্ডের শিক্ষার্থীদের মিশেলে গড়া একটা দলের বিপক্ষে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত