Ajker Patrika

মিরপুরে আবাহনীকে থামাল শেখ জামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুরে আবাহনীকে থামাল শেখ জামাল

অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জয়রথ থামল আবাহনীর। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনীর জয়রথ থামিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রোমাঞ্চকর ম্যাচে শেখ জামালের কাছে ৪ উইকেটে হেরেছে আবাহনী।

এই হারেও শীর্ষেই আছে আবাহনী। আবাহনী-শেখ জামাল দুই দলেরই পয়েন্ট এখন ১৬। হারে জয়ের পথে কাটা পড়ল আবাহনীর। তবু মোসাদ্দেক হোসেন সৈকতের দল এখনো পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। রানরেটে এগিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী।

আগে ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ২৫০ রানে থামে আবাহনীর ইনিংস। শীর্ষ দুই দলের মতো একটা শীতল লড়াই চলছিল আবাহনীর দুই ওপেনারের মধ্যেও। শীর্ষ দুই রান সংগ্রাহক যে এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম। আজ বিজয়কে ছাড়িয়ে গেছেন নাঈম। গতকাল প্রথমবার বাংলাদেশ দলে ডাক পাওয়া শেখ জামালের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে ১৫ রানে ফেরান বিজয়।

নাঈম খেলেছেন ৪৬ বলে ৫৮ রানের ঝোড়ো ইনিংস। ৯ ম্যাচে এক সেঞ্চুরি ও ৭ ফিফটিতে ৬৪০ রান তাঁর। সমান ম্যাচে বিজয়ের ৬১৫ রান। তিন নম্বরে ব্যাটিং করা জাকের আলী অনিক করেছেন ১১৯ বলে ৭৯ রান। এই দুই ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর পায় আবাহনী। শেখ জামালের হয়ে ৯ ওভারে ৬৯ রান দিয়ে মৃত্যুঞ্জয় শিকার করেছেন ২ উইকেট। বাঁহাতি স্পিনার আরিফ আহমেদ নিয়েছেন ৩টি এবং পেসার ইবাদত হোসেনের শিকার ২ উইকেট।

তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ ওভারে গিয়ে ম্যাচ জিতেছে শেখ জামাল। তাওহীদ হৃদয়ের ৭২ ও তাইবুর রহমানের ৬৩ রানের ইনিংসের সৌজন্যে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শেখ জামাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত