Ajker Patrika

‘বলকে মাঠের বাইরে পাঠানোর মানসিকতা নিয়েই নেমেছিলাম’

‘বলকে মাঠের বাইরে পাঠানোর মানসিকতা নিয়েই নেমেছিলাম’

আইপিএলে টানা তিন ম্যাচ হেরে অবশেষে গতকাল প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। রোহিত শর্মা–হার্দিক পান্ডিয়াদের ২৯ রানের জয়ের ম্যাচের নায়ক রোমারিও শেফার্ড। দিল্লি ক্যাপিটালসের পেসার আনরিখ নরকিয়ার ওপর ইনিংসের শেষ ওভারে এক ধ্বংসযজ্ঞ চালিয়ে দলকে জয় এনে দিয়েছেন তিনি। 

ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার পেসার নরকিয়ার করা ২০ তম ওভারে ৩২ রান নিয়েছেন শেফার্ড। মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসটির শেষ ওভারটি ছিল এমন—৪,৬, ৬,৬, ৪,৬। এর মধ্যে তৃতীয় বলের ছক্কাটি আবার স্টেডিয়ামের বাইরে আছড়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। 

গতকাল এমন খুনে মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন শেফার্ড। মাঠের বাইরে পাঠানো ছক্কা নিয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেছেন, ‘আসলে আমি বাইরের বল খেলতে চাচ্ছিলাম। কিন্তু সেটা (তৃতীয় বল) সরাসরি এসেছিল। তাই দেখার পর খুব জোরে ব্যাট চালিয়েছিলাম। শেষ ওভারে প্রতিটি বল মাঠের বাইরে পাঠানোর পরিষ্কার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম।’ 

ব্যাটিংয়ের সময় সতীর্থ টিম ডেভিডের পরামর্শ শুনেই ব্যাটিং করেছেন বলে জানিয়েছেন শেফার্ড। ২৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘যখন আমি ক্রিজে পৌঁছাই তখন সে (ডেভিড) আমাকে শক্তি ধরে রাখতে এবং বলের দিকে চোখ রাখতে বলেছিল। আমি সেটাই করেছি। আর গ্যালারির আমেজটা ছিল দুর্দান্ত।’ 

সব মিলিয়ে গতকাল দিল্লির বিপক্ষে ১০ বলে অপরাজিত ৩৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শেফার্ড। ৩৯০.০০ স্ট্রাইকরেটের ইনিংসে ৩ চারের বিপরীতে ছক্কা ছিল ৪ টি। তাঁর বিধ্বংসী ইনিংসে প্রতিপক্ষকে ২৩৫ রানের লক্ষ্য দেয় মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি দিল্লি। বোলিং ১ উইকেট নিয়ে পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন শেফার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত