Ajker Patrika

স্তব্ধ ক্রিকেট বিশ্ব, বিশ্বাসই হচ্ছে না শচীন-লারাদের

আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩: ২৯
স্তব্ধ ক্রিকেট বিশ্ব, বিশ্বাসই হচ্ছে না শচীন-লারাদের

স্তব্ধ! অবিশ্বাস্য!

গত এক ঘণ্টায় এই শব্দগুলোই কানে বেজে যাচ্ছে। শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে অবিশ্বাসের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে। খেলোয়াড়ি জীবনের সতীর্থ থেকে প্রতিপক্ষ দলে থাকা কেউই বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা। ১২ ঘণ্টা আগে স্বদেশি আরেক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে মন ব্যথার কথা জানিয়েছিলেন। ১২ ঘণ্টা পর নিজেই ছবি হয়ে গেলেন। 

ওয়ার্নের মৃত্যুতে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনো সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। অনেক তরুণ!’ 

কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আমার বন্ধু ওয়ার্নের মৃত্যুর খবরে আমি স্তব্ধ এবং দুঃখিত। আমার সঙ্গে তাঁর সব সময় যোগাযোগ ছিল এবং প্রয়োজনে পাশে দাঁড়াত। আইকনিক বোলারের পাশাপাশি সে ছিল দুর্দান্ত বিনোদন দাতা। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও বন্ধু।’ 

কিংবদন্তি ক্রিকেটর ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য, আমি স্তব্ধ হয়ে আছি। এটা সত্যি হতে পারে না। শান্তিতে ঘুমাও ওয়ার্ন। আমি কেমন অনুভব করছি, তা বলার ভাষা নেই। ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি।’ 

ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাব আমি জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত