Ajker Patrika

বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের পেসার সামিউরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৩: ০০
বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের পেসার সামিউরের মৃত্যু

মারা গেছেন বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচের পেসার সামিউর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ব্রেন টিউমার ধরা পড়েছিল আগেই। ছিল স্মৃতিভ্রষ্টতাসহ আরও নানা ধরনের শারীরিক জটিলতা। হাসপাতালে আসা-যাওয়ার মাঝেই ছিলেন। তবে শেষ পর্যন্ত আর পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে পারেননি। আজ সকালে পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিয়েছেন সাবেক এই পেসার। 

সামিউরের মৃত্যুশোক ছুঁয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটকেও। কক্সবাজারে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ম্যাচের আগে পালন করা হয় এক মিনিট নীরবতা। 

বাংলাদেশের হয়ে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে খেলেছেন সামিউর। তার আগে ১৯৮২ সালের আইসিসি ট্রফিতেও খেলেছেন তিনি। ১৯৮৬ সালের মার্চে শ্রীলঙ্কার মোরাতুয়ায় প্রথম ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৯৪ রান তাড়ায় নামা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সামিউর (৭ ওভারে একটি মেডেনসহ ১৫ রান, ইকোনমি ২.১৪)। 

কক্সবাজারে ম্যাচের আগে নীরবতা পালন করা হচ্ছেএরপর এপ্রিলে ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি খেলেছেন সামিউর। সেই দুই ম্যাচে ৩০ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। তবে সেই দুই ম্যাচের পর ক্রিকেট থেকে হারিয়ে যাননি সামিউর। বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন। আম্পায়ারিংও করেছেন অনেক ম্যাচে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত