Ajker Patrika

তিনি ক্ষমতায় থাকলে সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাতেন

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৩৫
চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাননি সাকিব। ছবি : এক্স
চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পাননি সাকিব। ছবি : এক্স

চ্যাম্পিয়নস ট্রফি দিয়েই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার পড়ে গেছে অনিশ্চয়তার মুখে। দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এরপর নিষিদ্ধ করা হয় তাঁর বোলিং অ্যাকশন। তাই সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল সাজায় বাংলাদেশ। তবে ক্ষমতায় থাকলে সাকিবকে এই টুর্নামেন্টটি খেলার সুযোগ করে দিতেন লিজেন্ডস অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল।

গত ওয়ানডে বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটে থেকে শেষ করায় চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেয় বাংলাদেশ। সাকিবের নৈপুণ্য শ্রীলঙ্কাকে হারানোর ফলেই আসে সেই সুযোগ। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে ৬৫ বলে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। এখন সাকিবকে ছাড়া নতুন মিশনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাদল বলেন, ‘আমি যদি ক্ষমতায় থাকতাম, অবশ্যই সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলানো হতো। সাকিবের অবদানেই চ্যাম্পিয়নস ট্রফি খেলছি। এই খেলোয়াড়কে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলা অনুচিত। সাকিব দেশের বড় সম্পদ। তাকে কাজে লাগাতে হবে। আমরা চাই না সাকিব অচিরেই ঝরে যাক। এ রকম অলরাউন্ডার পৃথিবীতে আর আসবে কি না সন্দেহ!’

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের জন্য সাকিবকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। জুলাই গণ-অভ্যুত্থানের পর এখন পর্যন্ত দেশে ফিরেননি এই অলরাউন্ডার। পতিত আওয়ামী লীগ সরকারের এমপি হওয়ার কারণে জনরোষের মুখে পড়তে হয় তাঁকে। একাধিক মামলাও রয়েছে তাঁর নামে। তাই সাকিবের দেশে আসা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার জন্য দেশে ফেরার প্রস্তুতি নিলেও নিরাপত্তার ভয়ে দুবাই থেকেই ফিরে যেতে হয় তাঁকে।

তবে সাকিবের দেশে ফেরার ব্যাপারে আশাবাদী বাদল, ‘আমরা তো আশাবাদী, না হলে দলে নেওয়া কেন? আপনারা জানেন এই দলের সবচেয়ে বড় আকর্ষণ সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকাতে ছিল। তো ঘরের ছেলে ঘরে আসছে, এটা সবচেয়ে বড় খবর। আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে নিয়েছি।’

বোলিং অ্যাকশন শুধরানোর জন্য কোচও নিয়োগ দিয়েছেন সাকিব। বাদল বলেন, ‘আমার সঙ্গে যে কথা হলো, সে তৃতীয় পরীক্ষা দিতে আসছে ইংল্যান্ডে, রোজার মধ্যে। পরীক্ষার দেওয়ার জন্য একজন কোচও নিয়েছে। কোচ রাজি হলে সে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাস করলে আশা করি বাংলাদেশে খেলতে পারবে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত