নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লম্বা সময় গতকাল নেটে বোলিং করেছেন মুশফিক হাসান ও নাহিদ রানা। মুশফিক কয়েক সিরিজ ধরেই টেস্ট দলের সঙ্গে আছেন, তবে নাহিদকেও গতকাল আরও ভালো করে দেখলেন। এ দুই পেসারের বলের নিয়ন্ত্রিত লেংথ এবং গতি দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিলেট ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়েছেন, মুশফিক ও নাহিদের মধ্যে কোনো একজন পেসারকে প্রথম টেস্টে অভিষেক করাতে চান।
একাদশে ২-৩ জন পেসার রাখা হতে পারে জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত ২ বা ৩ জন পেসার থাকবে। (নাহিদ-মুশফিক) দুজনই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যেকোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’
সর্বশেষ বিপিএলে গতির ঝড় তোলেন নাহিদ। খুলনা টাইগার্সের হয়ে দুই ম্যাচ সুযোগ পেয়ে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করে প্রশংসাও কুড়িয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে ১৫ ম্যাচে ৬৩ উইকেট তাঁর। ১৫ ম্যাচে মুশফিকের ৫৫ উইকেট।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের চেয়েও সিলেটের উইকেট এবার ঘাস একটু বেশি। তোপ দাগতে পারেন পোসাররা। হাথুরু অবশ্য জানিয়েছেন, উইকেট-আবহাওয়া যেমনই হোক হারাতে চান লঙ্কানদের। বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা সমস্যা হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’
লম্বা সময় গতকাল নেটে বোলিং করেছেন মুশফিক হাসান ও নাহিদ রানা। মুশফিক কয়েক সিরিজ ধরেই টেস্ট দলের সঙ্গে আছেন, তবে নাহিদকেও গতকাল আরও ভালো করে দেখলেন। এ দুই পেসারের বলের নিয়ন্ত্রিত লেংথ এবং গতি দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সিলেট ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু জানিয়েছেন, মুশফিক ও নাহিদের মধ্যে কোনো একজন পেসারকে প্রথম টেস্টে অভিষেক করাতে চান।
একাদশে ২-৩ জন পেসার রাখা হতে পারে জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমরা ১১ জন খেলোয়াড় খেলাতে পারব এবং সেখানে হয়ত ২ বা ৩ জন পেসার থাকবে। (নাহিদ-মুশফিক) দুজনই বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনা। দুজনই ১৪০ কিলোমিটারের বেশি বেগে বল করতে পারে। খুবই তরুণ এবং শক্তিশালী। প্রথম শ্রেণির ক্যারিয়ারে দুজনের শুরুটাই দারুণ। অনেক ওভার বল করেছে। তাদের নিয়ে আমি রোমাঞ্চিত, তাদের যেকোনো একজনকে অন্তত এই ম্যাচে দেখতে চাই।’
সর্বশেষ বিপিএলে গতির ঝড় তোলেন নাহিদ। খুলনা টাইগার্সের হয়ে দুই ম্যাচ সুযোগ পেয়ে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার বেগে বোলিং করে প্রশংসাও কুড়িয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিমধ্যে ১৫ ম্যাচে ৬৩ উইকেট তাঁর। ১৫ ম্যাচে মুশফিকের ৫৫ উইকেট।
সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের চেয়েও সিলেটের উইকেট এবার ঘাস একটু বেশি। তোপ দাগতে পারেন পোসাররা। হাথুরু অবশ্য জানিয়েছেন, উইকেট-আবহাওয়া যেমনই হোক হারাতে চান লঙ্কানদের। বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমাদের শক্তি ও প্রতিপক্ষের ওপর কম্বিনেশন নির্ভর করে, আবহাওয়ার ওপর নয়। আবহাওয়া আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। হ্যাঁ, উইকেট একটু ভিন্নরকম লাগছে। আগেরবার এত ঘাস ছিল না, এবার ঘাস একটু বেশি। আবহাওয়াও এই ম্যাচে একটা সমস্যা হতে যাচ্ছে। শুধু এই সিরিজ নয়, নিউজিল্যান্ড সিরিজেও উইকেট চ্যালেঞ্জ ছিল। তবে যা-ই হোক, আমাদের শ্রীলঙ্কাকে হারাতে হবে।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে