Ajker Patrika

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশের মেয়েদের

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২২: ৩১
রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশের মেয়েদের

আরও একটি ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বেনোনিতে আজ সিরিজের তৃতীয় ওয়ানডে জিতলেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে। তবে সিরিজ নির্ধারণী ওয়ানডে জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে।  বাংলাদেশকে ৩১৭ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকেরা।

বেনোনিতে আজ তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত  নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা ভলভার্ট। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ভলভার্ট ও তাজমিন ব্রিটস।  প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকেরা  করেছিল ২১ রান। এরপর ষষ্ঠ ওভার থেকেই দ্রুত গতিতে রান তুলতে থাকে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা বাংলাদেশের বাঁহাতি স্পিনার খরচ করেন ১০ রান। এই ওভারেই একটি করে চার মারেন ভলভার্ট ও ব্রিটজ। পাঁচের নিচে থাকা রানরেট ছয়ে উঠিয়েছে প্রথম পাওয়ারপ্লের মধ্যেই। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ৬০ রান।

ছয়ের বেশি রানরেট দক্ষিণ আফ্রিকা ধরে রেখেছিল ১৪ ওভার পর্যন্ত। ১৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে দক্ষিণ আফ্রিকা করে ৮৭ রান। এরপর রানরেট তুলনামূলক ধীর হতে থাকলেও সাবধানী ব্যাটিং করতে থাকে স্বাগতিকেরা। প্রথমে ফিফটি তুলে নিয়েছেন ভলভার্ট। ১৮তম ওভারের দ্বিতীয় বলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৩২তম ফিফটির দেখা। ফিফটি করতে ৫৭ বল লেগেছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের।   এরপর ব্রিটস ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির দেখা পেয়েছেন ২১তম ওভারের দ্বিতীয় বলে।

ফিফটি করেই শুধু থেমে থাকেননি ভলভার্ট ও ব্রিটজ। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারই সেঞ্চুরি তুলে নিয়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি ভলভার্ট পেয়েছেন ৩৮তম ওভারের চতুর্থ বলে এসে। তিন অঙ্ক ছুঁতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক খেলেছেন ১২০ বল। এরপর প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রিটজ। ৪০তম ওভারের তৃতীয় বলে তিন অঙ্ক ছুঁয়েছেন ব্রিটজ। সেঞ্চুরি করতে দক্ষিণ আফ্রিকার ওপেনারের লেগেছে ১১৩ বল। সেঞ্চুরি করা ভলভার্ট ও ব্রিটজ রেকর্ড গড়েছেন জুটি গড়তেও। ২৫৩ বলে ২৪৩ রানের উদ্বোধনী জুটি গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। নারী ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে যেকোনো উইকেটে তা সর্বোচ্চ জুটি। দক্ষিণ আফ্রিকার  আগের রেকর্ড ছিল ২০০৭ সালে। তখন প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। ১৬ বছর আগে ডেভেন্টারে তৃতীয় উইকেট জুটিতে ২২৪ রান যোগ করেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার জোমারি লগটেনবার্গ ও মিগনোন দু প্রিজ।

১৬ বছরের রেকর্ড ভাঙা জুটি আজ ভেঙেছেন মারুফা আক্তার। ৪৪তম ওভারের প্রথম বলে ভলভার্টকে বোল্ড করেন মারুফা। ১৩৪ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১২৬ রান করেন ভলভার্ট। আরেক সেঞ্চুরিয়ন ব্রিটজের উইকেট তুলে নিয়েছেন রিতু মনি। ৪৪তম ওভারের তৃতীয় বলে ব্রিটজকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন রিতু। ১২৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৮ রান করেন ব্রিটজ।

দুই ওপেনারের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪৩.৩ ওভারে ২ উইকেটে ২৫৩ রান। এখান থেকেই ঝড় তোলা শুরু স্বাগতিকদের। শেষ ৩৯ বলে ৬৩ রান যোগ করেছে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়েছে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩১৬ রান। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ২০১৯ এর নভেম্বরে লাহোরে পাকিস্তানের বিপক্ষে ২১১ রান তাড়া করে ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত