শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানের না থাকার খবর অনেক পুরোনো। তবু সাকিব না খেললেও ঠিকই তাঁর নাম চলে আসে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে এখন টক্কর দিচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।
প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফিজ। ফিরেই ২ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ফিজ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে এখনো পর্যন্ত ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। সাকিব লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট, খেলেছেন ২৮ ম্যাচ।
চট্টগ্রামে আজ শুধু ফিজই নন, দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজও। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ফিজের মতো মিরাজও নেন ২ উইকেট। তাতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তাসকিন ও মিরাজের উইকেট সংখ্যা হলো ২২ ও ২১। সাকিবের সঙ্গে এই তালিকায় যৌথভাবে তৃতীয় এখন তাসকিন। তাসকিন খেলেছেন ১৩ ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার। ২২ ম্যাচ খেলে নেন ২৬ উইকেট। মোস্তাফিজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রুবেল হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সাত উইকেটশিকারী বোলার
ম্যাচ উইকেট
মাশরাফি বিন মর্তুজা ২২ ২৬
রুবেল হোসেন ১৪ ২৩
মোস্তাফিজুর রহমান ১৭ ২৩
সাকিব আল হাসান ২৮ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২
মেহেদী হাসান মিরাজ ১৭ ২১
আব্দুর রাজ্জাক ১৫ ১৯
* ২০২৪ সালের ১৮ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত
শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজে সাকিব আল হাসানের না থাকার খবর অনেক পুরোনো। তবু সাকিব না খেললেও ঠিকই তাঁর নাম চলে আসে। বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডারের সঙ্গে এখন টক্কর দিচ্ছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজের মতো তারকারা।
প্রথম দুই ওয়ানডেতে একটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ওয়ানডে তাই সিরিজ নির্ধারণী। সিরিজ নির্ধারণী ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন ফিজ। ফিরেই ২ উইকেট নিয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন ফিজ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে এখনো পর্যন্ত ১৪ ম্যাচ খেলে নিয়েছেন ২৩ উইকেট। সাকিব লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে নিয়েছেন ২১ উইকেট, খেলেছেন ২৮ ম্যাচ।
চট্টগ্রামে আজ শুধু ফিজই নন, দুর্দান্ত বোলিং করেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজও। টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কা ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তাসকিন। ফিজের মতো মিরাজও নেন ২ উইকেট। তাতে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে তাসকিন ও মিরাজের উইকেট সংখ্যা হলো ২২ ও ২১। সাকিবের সঙ্গে এই তালিকায় যৌথভাবে তৃতীয় এখন তাসকিন। তাসকিন খেলেছেন ১৩ ম্যাচ।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট মাশরাফি বিন মর্তুজার। ২২ ম্যাচ খেলে নেন ২৬ উইকেট। মোস্তাফিজের সঙ্গে এই তালিকায় যৌথভাবে দুইয়ে রুবেল হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সাত উইকেটশিকারী বোলার
ম্যাচ উইকেট
মাশরাফি বিন মর্তুজা ২২ ২৬
রুবেল হোসেন ১৪ ২৩
মোস্তাফিজুর রহমান ১৭ ২৩
সাকিব আল হাসান ২৮ ২২
তাসকিন আহমেদ ১৩ ২২
মেহেদী হাসান মিরাজ ১৭ ২১
আব্দুর রাজ্জাক ১৫ ১৯
* ২০২৪ সালের ১৮ মার্চ বাংলাদেশ-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডে পর্যন্ত
টানা আট দিনের স্কিল ও ফিটনেস অনুশীলন শেষে আজ সকালে দুবাই যাচ্ছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ সকাল ১০টায় ক্রিকেটার ও কোচদের সবচেয়ে বড় বহরটা রওনা দেবে। বাকিরা যাবেন সন্ধ্যায়। অধিনায়ক লিটন দাস, সৌম্য সরকার ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন যাব
৩৯ মিনিট আগেপ্রতিযোগিতামূলক ফুটবলে এখন পর্যন্ত ৮০০-এর বেশি গোল করেছেন লিওনেল মেসি। সংখ্যাটা কত, সেটা গুনতে গুনতে সময় পেরিয়ে যাবে মেসির। তার চেয়েও বড় কঠিন কাজ সেরা গোল বেছে নেওয়া। এবার সেটাই করতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নশিপের প্লে-অফের ফাইনালের টিকিট আগে কেটেছিল শেফিল্ড ইউনাইটেড। হামজা চৌধুরীর শেফিল্ডের প্রতিপক্ষ ফাইনালে কে হয়, সেটাই ছিল জানার অপেক্ষা। অবশেষে গত রাতে ফুরোল সেই অপেক্ষা। ফাইনালে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে খেলবে সান্ডারল্যান্ড।
২ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
১৩ ঘণ্টা আগে