অনলাইন ডেস্ক
দুপুরে জানতে পারলেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি। ঠিক তার কয়েক ঘণ্টা পরই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাণ্ডব চালালেন লিটন দাস। ম্যাচ শেষে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে যখন প্রশ্ন এল, লিটন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাংবাদিকদের দিকে বল ঠেলে দিলেন তিনি।
দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে গত রাতে সেঞ্চুরি তুলে নিলেন লিটন।স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর নেই কোনো বুনো উদযাপন। স্বাভাবিকভাবে হেলমেটটা উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে মেরেছেন ৯ ছক্কা ও ১০ চার। উইকেটের চারপাশে খেলেছেন তিনি। রাজশাহীর বোলাররা অসহায়ের মতো লিটনের তাণ্ডব দেখেছেন। এমন এক সময়ে খেললেন, যতক্ষণে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা হয়ে গেছে। তবে লিটন জানিয়েছেন, আইসিসির ইভেন্ট থেকে বাদ পড়া নয়। বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘চ্যাম্পিয়নস ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নাই। সেটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এত দিন করতে পারছিলাম না। সেজন্য মন খারাপ ছিল।’
সাদা বলের ক্রিকেটে অফফর্ম ও আউট হওয়ার ধরন দেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে লিটন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে পারফরম্যান্সের কারণে লিটনের একের পর এক বিব্রতকর রেকর্ডে নামও উঠছিল। সেকারণে প্রায় সময়ই তিনি খবরের শিরোনাম হয়ে থাকেন। সেই লিটন ১২৫ রান করে হয়েছেন ম্যাচসেরা। তাসকিন আহমেদের এক ইয়র্কার থার্ড ম্যান দিয়ে চারও মেরেছেন। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে তাই বারবার যখন প্রশ্ন এল, তখন বাংলাদেশের এই ক্রিকেটার বলেন,‘কী কারণে রাখা হয়নি, এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি। আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’
এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি লিটনের। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম চার ম্যাচে করেন ৪২ রান। পঞ্চম ম্যাচে ঢাকার একাদশ থেকেই বাদ পড়েন। এরপর ৭৩ ও ১২৫ রানের দুটি ইনিংস খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ৬ ইনিংসে ৪৮ গড় ও ১৬৪.৩৮ স্ট্রাইকরেটে করেছেন ২৪০ রান। ছন্দে ফেরা লিটন বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। ক্যারিয়ারে একটা ভালো ইনিংস হয়তো খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গুছাতে হবে। পরিশ্রম করব। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন:
দুপুরে জানতে পারলেন চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হয়নি। ঠিক তার কয়েক ঘণ্টা পরই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাণ্ডব চালালেন লিটন দাস। ম্যাচ শেষে চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে যখন প্রশ্ন এল, লিটন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সাংবাদিকদের দিকে বল ঠেলে দিলেন তিনি।
দুর্বার রাজশাহীর বিপক্ষে ৪৪ বলে গত রাতে সেঞ্চুরি তুলে নিলেন লিটন।স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই প্রথম সেঞ্চুরি। তিন অঙ্ক ছোঁয়ার পর নেই কোনো বুনো উদযাপন। স্বাভাবিকভাবে হেলমেটটা উঁচিয়ে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংসে মেরেছেন ৯ ছক্কা ও ১০ চার। উইকেটের চারপাশে খেলেছেন তিনি। রাজশাহীর বোলাররা অসহায়ের মতো লিটনের তাণ্ডব দেখেছেন। এমন এক সময়ে খেললেন, যতক্ষণে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা হয়ে গেছে। তবে লিটন জানিয়েছেন, আইসিসির ইভেন্ট থেকে বাদ পড়া নয়। বাস্তবতা মেনে নিচ্ছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী এই ক্রিকেটার বলেন,‘চ্যাম্পিয়নস ট্রফির বিষয়টা যদি বলেন এটা আমার হাতে নাই। সেটা সম্পূর্ণ নির্বাচকদের সিদ্ধান্ত। কাকে খেলাবে, কাকে খেলাবে না এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এত দিন করতে পারছিলাম না। সেজন্য মন খারাপ ছিল।’
সাদা বলের ক্রিকেটে অফফর্ম ও আউট হওয়ার ধরন দেখেই চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে লিটন বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বাজে পারফরম্যান্সের কারণে লিটনের একের পর এক বিব্রতকর রেকর্ডে নামও উঠছিল। সেকারণে প্রায় সময়ই তিনি খবরের শিরোনাম হয়ে থাকেন। সেই লিটন ১২৫ রান করে হয়েছেন ম্যাচসেরা। তাসকিন আহমেদের এক ইয়র্কার থার্ড ম্যান দিয়ে চারও মেরেছেন। চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে তাই বারবার যখন প্রশ্ন এল, তখন বাংলাদেশের এই ক্রিকেটার বলেন,‘কী কারণে রাখা হয়নি, এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায়। আপনি যদি দেখেন যে কী কারণে আমি বাদ পড়েছি। আমার পারফরম্যান্স ছিল না। আপনারাই নিউজ করেছেন। এটা ওপেন। এটা না জানার কিছু নাই।’
এবারের বিপিএলে শুরুটা ভালো হয়নি লিটনের। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম চার ম্যাচে করেন ৪২ রান। পঞ্চম ম্যাচে ঢাকার একাদশ থেকেই বাদ পড়েন। এরপর ৭৩ ও ১২৫ রানের দুটি ইনিংস খেলে টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। ৬ ইনিংসে ৪৮ গড় ও ১৬৪.৩৮ স্ট্রাইকরেটে করেছেন ২৪০ রান। ছন্দে ফেরা লিটন বলেন, ‘আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যেই অতীত। ক্যারিয়ারে একটা ভালো ইনিংস হয়তো খেলেছি। কিন্তু পরের ম্যাচে আবার আমাকে শূন্য থেকেই করতে হবে। ব্যাক অব মাইন্ডে এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গুছাতে হবে। পরিশ্রম করব। দেখা যাক কী হয়।’
আরও পড়ুন:
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৩৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৪৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
১ ঘণ্টা আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
১ ঘণ্টা আগে