Ajker Patrika

পাপন বলছেন, মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন

আপডেট : ১২ মে ২০২৩, ২২: ২৮
পাপন বলছেন, মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রাখেনি বাংলাদেশ। বিশ্বকাপের আগে তাঁকে দলে না রাখায় শঙ্কা জেগেছে অভিজ্ঞ ব্যাটারের এবারের ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে।
 
কিছুদিন আগে তো বিশ্বকাপে মাহমুদউল্লাহর সুযোগ দেখছেন না বলে জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তবে আজ নাজমুল হাসান পাপন ভিন্ন কিছু শোনালেন। বিসিবি সভাপতি জানিয়েছেন, মাহমুদউল্লাহ বিশ্বকাপে থাকবেন।
 
আজ চেমসফোর্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটি জানিয়েছেন পাপন। মাহমুদউল্লাহর সুযোগ পাওয়ার বিষয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘মাহমুদউল্লাহ...আমার ধারণা থাকবে, বিশ্বকাপে। হৃদয়-শান্তকে বিশ্রাম দিয়ে কিছুদিন কাউকে খেলানো যাবে, এটা যতটা সহজ। কিন্তু রিয়াদকে স্কোয়াডে রেখে খেলাচ্ছে না (এটা ততটা সহজ নয়)। এটা সবাই চিন্তা করেছে, কেমন হবে ব্যাপারটা, যদি না খেলায় কোনো একটা ম্যাচে (প্রশ্ন উঠতে পারে)। এ বিষয়গুলোই চিন্তা করে (তাঁকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে)। তবে যত চিন্তা ভাবনাই করুক না কেন, বিশ্বকাপের আগে আমাকে সিদ্ধান্ত দিতেই হবে।’
 
জাতীয় দলে উপেক্ষিত থাকলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে এবারে ডিপিএলে ভালো ছন্দেও আছেন মাহমুদউল্লাহ। ১৪ ইনিংসে ৩২.০৭ গড়ে ৪৪৯ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। কোনো সেঞ্চুরি করতে না পারলেও ফিফটি করেছেন ৫টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত