রোববার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় এই সংস্করণের এবারের টুর্নামেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্টটি ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। বিশ্বকাপের খেলা দেখার জন্য এরই মধ্যে ৬ লাখের বেশি টিকিট কিনেছেন দর্শক। এত বিপুল পরিমাণ টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকদের টিকিট কেনার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের। টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। ৯০ হাজার ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এই হাইভোল্টেজ ম্যাচের পরেই বেশি টিকিট বিক্রি হয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের। আর বাংলাদেশ ম্যাচের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটির। শুধু স্বল্পসংখ্যক টিকিট বিক্রি অবশিষ্ট রয়েছে উদ্বোধনী ম্যাচের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নামিবিয়া।
দর্শকদের খেলা দেখার এমন আগ্রহ দেখে দারুণ খুশি টুর্নামেন্টের আয়োজকেরা। এ ব্যাপারে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেছেন, ‘এই রোববার গিলংয়ে উদ্বোধনী ম্যাচ ও এক সপ্তাহের মধ্যে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখতে পারাটা হবে দারুণ। দর্শকদের এমন আগ্রহে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি দর্শকের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ হতে যাচ্ছে।’
টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে সুযোগ পাবে চারটি দল। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর। ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
রোববার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জনপ্রিয় এই সংস্করণের এবারের টুর্নামেন্ট হচ্ছে অস্ট্রেলিয়ায়। টুর্নামেন্টটি ঘিরে দর্শকদের মধ্যে শুরু হয়েছে মাতামাতি। বিশ্বকাপের খেলা দেখার জন্য এরই মধ্যে ৬ লাখের বেশি টিকিট কিনেছেন দর্শক। এত বিপুল পরিমাণ টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
দর্শকদের টিকিট কেনার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের। টিকিট বিক্রি শুরুর ১০ মিনিটের মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে যায়। ৯০ হাজার ধারণক্ষমতার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। এই হাইভোল্টেজ ম্যাচের পরেই বেশি টিকিট বিক্রি হয়েছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের। আর বাংলাদেশ ম্যাচের সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটির। শুধু স্বল্পসংখ্যক টিকিট বিক্রি অবশিষ্ট রয়েছে উদ্বোধনী ম্যাচের। বিশ্বকাপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-নামিবিয়া।
দর্শকদের খেলা দেখার এমন আগ্রহ দেখে দারুণ খুশি টুর্নামেন্টের আয়োজকেরা। এ ব্যাপারে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট বলেছেন, ‘এই রোববার গিলংয়ে উদ্বোধনী ম্যাচ ও এক সপ্তাহের মধ্যে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি দেখতে পারাটা হবে দারুণ। দর্শকদের এমন আগ্রহে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি দর্শকের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখাটা দারুণ হতে যাচ্ছে।’
টুর্নামেন্টের প্রথম রাউন্ড শুরু হবে ১৬ অক্টোবর। প্রথম রাউন্ড থেকে সুপার টুয়েলভে সুযোগ পাবে চারটি দল। সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২২ অক্টোবর। ১৩ নভেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ।
অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হচ্ছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী দ্বিতীয় সপ্তাহে হওয়ার কথা নির্বাচন। সে হিসাবে ৫০ দিনও বাকি নেই। সময় যত গড়াচ্ছে, বিসিবির নির্বাচন নিয়ে ততই বাড়ছে ধোঁয়াশা। ধোঁয়াশা আরও বেড়েছে বিসিবির সহসভাপতি ও প্রভাবশালী পরিচালক মাহবুবুল আনামের নির্বাচন থেকে
৯ মিনিট আগেরাজনৈতিক টানাপোড়েনে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজ এখন আর দেখা যায় না। দুই দলের ম্যাচ নিয়ে সংশয়, অনিশ্চয়তা তৈরি হয় বহুজাতীয় টুর্নামেন্টেও। ২০২৫ এশিয়া কাপ আয়োজন নিয়ে তো আর কম জলঘোলা হয়নি। জটিলতা কাটিয়ে এশিয়া কাপ ঠিক সময়েই হতে যাচ্ছে।
১৪ ঘণ্টা আগেবড় লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দল দিতে পারেনি মেলবোর্ন স্টারস একাডেমিকে। টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের জন্য স্বাগতিক দলের লক্ষ্য ছিল ১৫৭। ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই সেই লক্ষ্যে পৌঁছে ৩ উইকেটে জিতেছে মেলবোর্ন স্টারস একাডেমি।
১৫ ঘণ্টা আগেসিলেটে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দল। এর মধ্যে দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে খবর—বাংলাদেশ দলের ওপেনার তানজিদ তামিম বাগদান সেরেছেন। তাঁর নামে খোলা একটি অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট আসায় বেশ কিছু গণমাধ্যমও উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশ করে।
১৬ ঘণ্টা আগে