বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের সিরিজ শেষ হয়েছে গত রাতে। দুটি দলই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। দুই সিরিজের মধ্যে দারুণ মিল রয়েছে। দুর্দান্ত জয় দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল শুরু করেছিল ঠিকই। শেষ পর্যন্ত কোনো সিরিজই জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ কিছু রেকর্ড করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
ইস্ট লন্ডনের বাফালো পার্কে গত ১৬ ডিসেম্বর শুরু হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। বাংলাদেশের ৫২তম বিজয় দিবসের দিনে জ্যোতিরা তুলে নিয়েছেন ঐতিহাসিক এক জয়। ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ও সর্বোচ্চ ব্যবধানে জয়—দুটি রেকর্ডই সেদিন গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ২৫০ রান। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৩১ রানে। ১১৯ রানের বিশাল জয় পায় জ্যোতির বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ ১-১ সমতা হওয়ায় বেনোনিতে গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়ানডে হয়েছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ত বাংলাদেশের মেয়েরা। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। উল্টো বেশ কিছু রেকর্ড হয়েছে বাংলাদেশের বিপক্ষে। দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল করে ৪ উইকেটে ৩১৬ রান। এটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো দলেরও সর্বোচ্চ দলীয় স্কোর। এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১০০ রানে। ২১৬ রানে হেরে ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়ল এই ম্যাচেই।
ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ পাঁচ স্কোর:
২৫০/৩; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: ইস্ট লন্ডন; ২০২৩
২৩৪/৭; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হ্যামিল্টন; ২০২২
২২৫/৪; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর; ২০২৩
২২২/৪; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০২৩
২১১/৯; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: লাহোর; ২০১৯
ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা পাঁচ জয়:
১১৯ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: ইস্ট লন্ডন; ২০২৩
৮২ রানে; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সাভার; ২০১১
৪৩ রানে; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: কক্সবাজার; ২০১৪
৪০ রানে; প্রতিপক্ষ: ভারত ; ভেন্যু: মিরপুর; ২০২৩
১০ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কক্সবাজার; ২০১৭
ওয়ানডেতে নারী ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ পাঁচ স্কোর:
দক্ষিণ আফ্রিকা; ৩১৬ /৪; ভেন্যু: বেনোনি; ২০২৩
দক্ষিণ আফ্রিকা; ২৭০ /৯; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০১৮
ভারত: ২৫৬ /৬; ভেন্যু: আহমেদাবাদ; ২০১৩
দক্ষিণ আফ্রিকা; ২৫১ /৩; ভেন্যু: কক্সবাজার; ২০১৭
দক্ষিণ আফ্রিকা; ২৫১ /৭; ভেন্যু: কক্সবাজার; ২০১৭
ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশাল পাঁচ পরাজয়:
২১৬ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩
১৫৪ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কিম্বার্লি; ২০১৮
১১০ রানে; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: হ্যামিল্টন; ২০২২
১০৮ রানে; প্রতিপক্ষ: ভারত ; ভেন্যু: মিরপুর; ২০২৩
১০৬ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০১৮
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের সিরিজ শেষ হয়েছে গত রাতে। দুটি দলই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে। দুই সিরিজের মধ্যে দারুণ মিল রয়েছে। দুর্দান্ত জয় দিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল শুরু করেছিল ঠিকই। শেষ পর্যন্ত কোনো সিরিজই জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেশ কিছু রেকর্ড করেছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল।
ইস্ট লন্ডনের বাফালো পার্কে গত ১৬ ডিসেম্বর শুরু হয়েছিল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ। বাংলাদেশের ৫২তম বিজয় দিবসের দিনে জ্যোতিরা তুলে নিয়েছেন ঐতিহাসিক এক জয়। ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ও সর্বোচ্চ ব্যবধানে জয়—দুটি রেকর্ডই সেদিন গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ করেছিল ৩ উইকেটে ২৫০ রান। রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়েছে ১৩১ রানে। ১১৯ রানের বিশাল জয় পায় জ্যোতির বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ ১-১ সমতা হওয়ায় বেনোনিতে গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের তৃতীয় ওয়ানডে হয়েছে সিরিজ নির্ধারণী। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ত বাংলাদেশের মেয়েরা। তবে এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। উল্টো বেশ কিছু রেকর্ড হয়েছে বাংলাদেশের বিপক্ষে। দুই ওপেনার লরা ভলভার্ট ও তাজমিন ব্রিটসের জোড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল করে ৪ উইকেটে ৩১৬ রান। এটা বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো দলেরও সর্বোচ্চ দলীয় স্কোর। এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১০০ রানে। ২১৬ রানে হেরে ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল সর্বোচ্চ ব্যবধানে পরাজয়ের রেকর্ড গড়ল এই ম্যাচেই।
ওয়ানডেতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ পাঁচ স্কোর:
২৫০/৩; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: ইস্ট লন্ডন; ২০২৩
২৩৪/৭; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: হ্যামিল্টন; ২০২২
২২৫/৪; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: মিরপুর; ২০২৩
২২২/৪; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০২৩
২১১/৯; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: লাহোর; ২০১৯
ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সেরা পাঁচ জয়:
১১৯ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: ইস্ট লন্ডন; ২০২৩
৮২ রানে; প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: সাভার; ২০১১
৪৩ রানে; প্রতিপক্ষ: পাকিস্তান; ভেন্যু: কক্সবাজার; ২০১৪
৪০ রানে; প্রতিপক্ষ: ভারত ; ভেন্যু: মিরপুর; ২০২৩
১০ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কক্সবাজার; ২০১৭
ওয়ানডেতে নারী ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ পাঁচ স্কোর:
দক্ষিণ আফ্রিকা; ৩১৬ /৪; ভেন্যু: বেনোনি; ২০২৩
দক্ষিণ আফ্রিকা; ২৭০ /৯; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০১৮
ভারত: ২৫৬ /৬; ভেন্যু: আহমেদাবাদ; ২০১৩
দক্ষিণ আফ্রিকা; ২৫১ /৩; ভেন্যু: কক্সবাজার; ২০১৭
দক্ষিণ আফ্রিকা; ২৫১ /৭; ভেন্যু: কক্সবাজার; ২০১৭
ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশাল পাঁচ পরাজয়:
২১৬ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: বেনোনি; ২০২৩
১৫৪ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: কিম্বার্লি; ২০১৮
১১০ রানে; প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: হ্যামিল্টন; ২০২২
১০৮ রানে; প্রতিপক্ষ: ভারত ; ভেন্যু: মিরপুর; ২০২৩
১০৬ রানে; প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা; ভেন্যু: পচেফস্ট্রুম; ২০১৮
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১১ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১২ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১৩ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৫ ঘণ্টা আগে