Ajker Patrika

ক্যাচ মিসের সুযোগে রেকর্ড গড়া হবে কি পাকিস্তানের

ক্যাচ মিসের সুযোগে রেকর্ড গড়া হবে কি পাকিস্তানের

বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে চলছে ‘ক্যাচ মিসের মহড়া।’ পাকিস্তানের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার পথে পাকিস্তানও পেয়েছে জীবন। 

৩৬৮ রানের লক্ষ্যে নামা পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। প্রথম ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান করে পাকিস্তানিরা। এরপর কিছুটা রয়েসয়ে খেলেন দুই পাকিস্তানি ওপেনার। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাবর আজমের দলের স্কোর দাঁড়ায় ৫৯ রান। এরপর চড়াও হয়ে খেলতে গিয়ে উইকেট যাওয়ার অবস্থা হয়েছিল পাকিস্তানের। ১২ তম ওভারের পঞ্চম বলে প্যাট কামিন্সকে ডিপ মিড উইকেট দিয়ে তুলে মারেন শফিক। সীমানার ধারে দাঁড়িয়ে থাকা শন অ্যাবট বল ধরলেও তা হাত ফসকে হয়ে যায় ছক্কা। এটাই পাকিস্তানের ইনিংসের প্রথম ছক্কা। শফিক আউট হলে ৬৬ রানেই ভেঙে যেতে পারত পাকিস্তানের উদ্বোধনী জুটি। পাকিস্তানি ওপেনারের স্কোর তখন ২৭ রান। 

অ্যাবটের ক্যাচ মিস হতে না হতেই আরেকটি ক্যাচ মিস করেছে অস্ট্রেলিয়া। ১৮ তম ওভারের দ্বিতীয় বলে গ্লেন ম্যাক্সওয়েলকে পুল করতে যান ইমাম। মিড উইকেটে ক্যাচ মিস করেছেন প্যাট কামিন্স। ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ফিফটি করেন ইমাম। ওভারের পঞ্চম বলে ফাইন লেগ দিয়ে চার মেরে ২০ তম ফিফটি তুলে নিয়েছেন ইমাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে পাকিস্তান করেছে কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান। ইমাম, শফিক দুজনেই ৬২ রান করে অপরাজিত আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত