ক্রিকেটারদের নানা কারণে প্রায়ই শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানা, নিষেধাজ্ঞা-এসব শাস্তি দেওয়ার ধরনও আবার ভিন্ন। এবার যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞা ফিলিপকে দিয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ারে তাঁর বোলিং অ্যাকশন দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। গত ১৮ জুন হারারেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। এই ম্যাচের পর ম্যাচ কর্মকর্তারা তার বোলিং নিয়ে অভিযোগ জানিয়েছেন। ফিলিপের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে আইসিসির ইভেন্ট প্যানেল বুঝতে পেরেছে, তাঁর বোলিং অ্যাকশন অবৈধ। আইসিসির ৬.৭ অনুচ্ছেদ অনুসারে, সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা দিয়ে অ্যাকশন ঠিক করতে হবে ফিলিপকে। অ্যাকশন ঠিক না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে হেরে যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু হেরেছে। সেই ম্যাচে ৯.৩ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফিলিপ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৬.০৪ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
ক্রিকেটারদের নানা কারণে প্রায়ই শাস্তি দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। জরিমানা, নিষেধাজ্ঞা-এসব শাস্তি দেওয়ার ধরনও আবার ভিন্ন। এবার যুক্তরাষ্ট্রের পেসার কাইল ফিলিপকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ের নিষেধাজ্ঞা ফিলিপকে দিয়েছে আইসিসি। এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ারে তাঁর বোলিং অ্যাকশন দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। গত ১৮ জুন হারারেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। এই ম্যাচের পর ম্যাচ কর্মকর্তারা তার বোলিং নিয়ে অভিযোগ জানিয়েছেন। ফিলিপের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে আইসিসির ইভেন্ট প্যানেল বুঝতে পেরেছে, তাঁর বোলিং অ্যাকশন অবৈধ। আইসিসির ৬.৭ অনুচ্ছেদ অনুসারে, সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা দিয়ে অ্যাকশন ঠিক করতে হবে ফিলিপকে। অ্যাকশন ঠিক না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই পেসার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে হেরে যুক্তরাষ্ট্র এবারের বিশ্বকাপ কোয়ালিফায়ার শুরু হেরেছে। সেই ম্যাচে ৯.৩ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ফিলিপ। বিশ্বকাপ কোয়ালিফায়ারে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে ৩ টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৬.০৪ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
১২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
১৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১৬ ঘণ্টা আগে