নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু যুগের অবসান। আজ বিসিবির বোর্ড সভায় প্রধান নির্বাচকের পদটিতে আর নান্নুকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। জ্যেষ্ঠ নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির। নতুন সদস্য হিসেবে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে হান্নান সরকারকে। যিনি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১২ সাল থেকে নির্বাচক হিসেবে বিসিবিকে সেবা দিয়ে আসছেন নান্নু। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে হন প্রধান নির্বাচক। তাই নির্বাচক হিসেবে তাঁর অভিজ্ঞতা দীর্ঘ হলেও গত ওয়ানডে বিশ্বকাপ কিংবা তার আগে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়েছিলেন। এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুই টুর্নামেন্টেই অভিজ্ঞদের গুরুত্ব না দিয়ে তারুণ্য নির্ভর দল গড়া হয়েছিল। আর দুই টুর্নামেন্টেই ভালো করতে পারেনি দল।
বিশ্বকাপের পর পরই কানাঘুষা শুরু হয়েছিল, প্রধান নির্বাচকের পদ থেকে নামিয়ে দেওয়া হতে পারে নান্নুকে। বিসিবির বোর্ড সভায় সেটাই সত্যি হয়ে উঠল। শুধু নান্নুই নন, বিসিবির নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। জাতীয় দলের সাবেক অধিনায়কের নির্বাচক হিসেবে এক দশকের কাজ করার অভিজ্ঞতা। দুজনেরই সবশেষ মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। চুক্তি নবায়ন না হলেও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তাঁরা।
নির্বাচক প্যানেল থেকে বাদ পড়লেও নান্নু ও সুমনকে অন্য কোনো দায়িত্ব বিসিবি দেবে বলে জানা গেছে।
অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে মিনহাজুল আবেদীন নান্নু যুগের অবসান। আজ বিসিবির বোর্ড সভায় প্রধান নির্বাচকের পদটিতে আর নান্নুকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। জ্যেষ্ঠ নির্বাচক হাবিবুল বাশারের সঙ্গেও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির। নতুন সদস্য হিসেবে নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে হান্নান সরকারকে। যিনি বাংলাদেশে অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২০১২ সাল থেকে নির্বাচক হিসেবে বিসিবিকে সেবা দিয়ে আসছেন নান্নু। ২০১৬ সালে পদোন্নতি পেয়ে হন প্রধান নির্বাচক। তাই নির্বাচক হিসেবে তাঁর অভিজ্ঞতা দীর্ঘ হলেও গত ওয়ানডে বিশ্বকাপ কিংবা তার আগে এশিয়া কাপের দল নির্বাচন নিয়ে ক্রিকেটপ্রেমীদের সমালোচনার মুখে পড়েছিলেন। এশিয়া কাপ এবং বিশ্বকাপ দুই টুর্নামেন্টেই অভিজ্ঞদের গুরুত্ব না দিয়ে তারুণ্য নির্ভর দল গড়া হয়েছিল। আর দুই টুর্নামেন্টেই ভালো করতে পারেনি দল।
বিশ্বকাপের পর পরই কানাঘুষা শুরু হয়েছিল, প্রধান নির্বাচকের পদ থেকে নামিয়ে দেওয়া হতে পারে নান্নুকে। বিসিবির বোর্ড সভায় সেটাই সত্যি হয়ে উঠল। শুধু নান্নুই নন, বিসিবির নির্বাচক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে হাবিবুল বাশার সুমনকেও। জাতীয় দলের সাবেক অধিনায়কের নির্বাচক হিসেবে এক দশকের কাজ করার অভিজ্ঞতা। দুজনেরই সবশেষ মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। চুক্তি নবায়ন না হলেও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তাঁরা।
নির্বাচক প্যানেল থেকে বাদ পড়লেও নান্নু ও সুমনকে অন্য কোনো দায়িত্ব বিসিবি দেবে বলে জানা গেছে।
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৩ ঘণ্টা আগে