বাংলাদেশ ২১ বছর আগের মুলতান দুঃখ ভুলল রাওয়ালপিন্ডিতে। ২০০৩ সালে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে বিতর্কিতভাবে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর কেঁদেছিলেন খালেদ মাহমুদ সুজনরা। পূর্বসূরিদের সেই দুঃখ আজ ভুলিয়ে দিলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেটিও তাদের মাটিতে, রেকর্ড ১০ উইকেটে। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে গড়েছে অনেক রেকর্ডও। সেসব দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়—
১
প্রতিপক্ষ ইনিংস ঘোষণার পর এবারই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর ইনিংস ঘোষণার পরও এ নিয়ে চতুর্থবার হারল পাকিস্তান।
৯
এ নিয়ে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এই কীর্তি এখনো গড়া হয়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
১০
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে এটিই সর্বোচ্চ উইকেট ব্যবধানে জয় বাংলাদেশের।
১৪
পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয় পেল বাংলাদেশ। প্রথম জয় পেতে বাংলাদেশের এরচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে শুধু নিউজিল্যান্ড (১৬) ও শ্রীলঙ্কার (১৮) বিপক্ষে।
২৩
বাংলাদেশ ২০০১ সালে প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, মুলতানে। আর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল ২৩ বছর পর, রাওয়ালপিন্ডিতে।
৭০৭
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। বাঁহাতি স্পিনারদের মধ্যে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৭০৫) ছাড়িয়ে এখন তিনিই ক্রিকেট ইতিহাসের বেশি উইকেটশিকারি।
৫৬৫
প্রথম ইনিংসে বাংলাদেশের রান। এটিই এখন প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করে জয় বাংলাদেশের।
বিদেশের মাঠে বাংলাদেশের টেস্ট জয়
প্রতিপক্ষ ভেন্যু জয়ের ব্যবধান সাল
পাকিস্তান রাওয়ালপিন্ডি উইকেট ২০২৪
নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ৮ উইকেট ২০২২
জিম্বাবুয়ে হারারে ২২০ রান ২০২১
শ্রীলঙ্কা কলম্বো ৪ উইকেট ২০১৭
জিম্বাবুয়ে হারারে ১৪৩ রান ২০১৩
ও. ইন্ডিজ কিংসটাউন ৯৫ রান ২০০৯
ও. ইন্ডিজ গ্রানাডা ৪ উইকেট ২০০৯
বাংলাদেশ ২১ বছর আগের মুলতান দুঃখ ভুলল রাওয়ালপিন্ডিতে। ২০০৩ সালে পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে বিতর্কিতভাবে ১ উইকেটে হেরেছিল বাংলাদেশ। সেই হারের পর কেঁদেছিলেন খালেদ মাহমুদ সুজনরা। পূর্বসূরিদের সেই দুঃখ আজ ভুলিয়ে দিলেন সাকিব আল হাসানরা। বাংলাদেশ প্রথম টেস্ট জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সেটিও তাদের মাটিতে, রেকর্ড ১০ উইকেটে। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে গড়েছে অনেক রেকর্ডও। সেসব দেখে নেওয়া যাক সংখ্যায় সংখ্যায়—
১
প্রতিপক্ষ ইনিংস ঘোষণার পর এবারই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর ইনিংস ঘোষণার পরও এ নিয়ে চতুর্থবার হারল পাকিস্তান।
৯
এ নিয়ে টেস্ট খেলুড়ে ৯ দলের বিপক্ষে তিন সংস্করণেই জিতল বাংলাদেশ। এই কীর্তি এখনো গড়া হয়নি শুধু ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
১০
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জয়ের ব্যবধান। টেস্টে এটিই সর্বোচ্চ উইকেট ব্যবধানে জয় বাংলাদেশের।
১৪
পাকিস্তানের বিপক্ষে ১৪তম টেস্টে এসে প্রথম জয় পেল বাংলাদেশ। প্রথম জয় পেতে বাংলাদেশের এরচেয়ে বেশি অপেক্ষা করতে হয়েছে শুধু নিউজিল্যান্ড (১৬) ও শ্রীলঙ্কার (১৮) বিপক্ষে।
২৩
বাংলাদেশ ২০০১ সালে প্রথম টেস্ট খেলেছিল পাকিস্তানের বিপক্ষে, মুলতানে। আর প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল ২৩ বছর পর, রাওয়ালপিন্ডিতে।
৭০৭
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের উইকেটসংখ্যা। বাঁহাতি স্পিনারদের মধ্যে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে (৭০৫) ছাড়িয়ে এখন তিনিই ক্রিকেট ইতিহাসের বেশি উইকেটশিকারি।
৫৬৫
প্রথম ইনিংসে বাংলাদেশের রান। এটিই এখন প্রথম ইনিংসে সর্বোচ্চ রান করে জয় বাংলাদেশের।
বিদেশের মাঠে বাংলাদেশের টেস্ট জয়
প্রতিপক্ষ ভেন্যু জয়ের ব্যবধান সাল
পাকিস্তান রাওয়ালপিন্ডি উইকেট ২০২৪
নিউজিল্যান্ড মাউন্ট মঙ্গানুই ৮ উইকেট ২০২২
জিম্বাবুয়ে হারারে ২২০ রান ২০২১
শ্রীলঙ্কা কলম্বো ৪ উইকেট ২০১৭
জিম্বাবুয়ে হারারে ১৪৩ রান ২০১৩
ও. ইন্ডিজ কিংসটাউন ৯৫ রান ২০০৯
ও. ইন্ডিজ গ্রানাডা ৪ উইকেট ২০০৯
পেশাদার কারিয়ারে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার রেকর্ড কার? এই প্রশ্নে এখন নাম নিতে হবে ব্রাজিলের অভিজ্ঞ গোলরক্ষক ফ্যাবিওর। ৪৪ বছর বয়সী এই খেলোয়াড় সবচেয়ে বেশি ১ হাজার ৩৯১টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। এই রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটনকে।
১ ঘণ্টা আগেএপ্রিলে এএইচএফ কাপে ছিলেন দলের অধিনায়ক। অথচ হকি এশিয়া কাপের দলে সুযোগ পাননি পুষ্কর খীসা মিমো। শুধু তা-ই নয়, বাদ পড়েছেন মঈনুল ইসলাম কৌশিক ও নাঈম উদ্দিন। মিমোর দাবি, সিনিয়রদের পূর্বপরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। দল নির্বাচনে হকি ফেডারেশনে গতকাল বাগ্বিতণ্ডাও হয়েছে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে।
১ ঘণ্টা আগেদারুণ জয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানকে আজ ৩-১ গোলে হারিয়েছে অর্পিতা বিশ্বাসের দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আলপি আক্তার।
৩ ঘণ্টা আগেবিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেওয়া ‘শেয়ার অ্যান্ড কেয়ার’ উদ্যোগের প্রশংসায় করছেন মুশফিকুর রহিম। কিন্তু এই উদ্যোগের ভালো দিকগুলো যত দিন না বাস্তবায়ন করা হবে, তত দিন কোনো ফল আসবে না বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
৪ ঘণ্টা আগে